• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
১৪ দলের সমাবেশ ২৯ সেপ্টেম্বর

লোগো ১৪ দল

রাজনীতি

১৪ দলের সমাবেশ ২৯ সেপ্টেম্বর

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৫ সেপ্টেম্বর ২০১৮

আগামী ২৯ সেপ্টেম্বর ঢাকার মহানগর নাট্যমঞ্চে ১৪ দলের সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। প্রতিটি বিভাগে অক্টোবরের মধ্যে সমাবেশ করার কর্মসূচির অংশ হিসেবে এটি আয়োজিত হবে বলে জানান তিনি। গতকাল সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে এক কমিউনিটি সেন্টারে কেন্দ্রীয় ১৪ দলের বৈঠক শেষে সাংবাদিকদের সামনে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

এক প্রশ্নের উত্তরে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, ‘বিএনপিকে এখন অন্য নেতৃত্ব ভাড়া করতে হচ্ছে। অন্য এক নেতাকে এনে তাদের দুই নেতাকে মাইনাস করার জন্য নিজেরাই মাঠে নেমেছে।’ জাতীয় ঐক্য প্রক্রিয়ার সমাবেশের সমালোচনা করে নাসিম বলেন, ‘গত ২২ সেপ্টেম্বর মহানগর নাট্যমঞ্চে একটি নাটক অনুষ্ঠিত হয়েছে। যারা স্বাধীনতাবিরোধী শক্তিকে লালন করছে এবং যারা বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের সহায়তাকারী, সমর্থনকারী- সেই বর্ণচোরা ওয়ান ইলেভেনের কুশীলবরা সবাই একই মঞ্চে বসে নাটক করলেন। এসব লোককে মানুষ চেনে-জানে।’

ষড়যন্ত্রকারীদের চক্রান্ত প্রতিহত করা হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘কোনো ছাড় দেওয়া হবে না। ২০১৪ সালের নির্বাচনে যেমন আমরা চক্রান্ত প্রতিহত করেছি, এবারো ১৪ দল জনগণকে উদ্বুদ্ধ করে লড়াই করে তাদের চক্রান্ত প্রতিহত করব।’

ঐক্য প্রক্রিয়ার ঘোষণার পরিপ্রেক্ষিতে ১৪ দলের করণীয় বিষয়েই এদিনের সভায় বেশি আলোচনা হয়। সভায় আজ মঙ্গলবার বিকালে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের সঙ্গে বিভিন্ন পেশাজীবী সংগঠনের মতবিনিময় সভার সিদ্ধান্ত হয়। এ প্রসঙ্গে ১৪ দলের শরিক, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বাংলাদেশের খবরকে বলেন, ‘মঙ্গলবার মতবিনিময় হবে শিক্ষক, আইনজীবী, শ্রমিক, কর্মচারী ও কৃষিবিদসহ বিভিন্ন শ্রেণির মানুষের সঙ্গে। নির্বাচনের আগে নাগরিকদের সঙ্গেও আমরা মতবিনিময় করব।’

মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে ১৪ দলের বৈঠকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আকতার, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য আনিসুর রহমান মল্লিক, তরিকত ফেডারেশনের নজিবুর বশর মাইজভাণ্ডারি, ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিলীপ কুমার রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads