• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
গোলযোগ করলে সমুচিত জবাব

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক

সংরক্ষিত ছবি

রাজনীতি

চাঁপাইনবাবগঞ্জে নানক

গোলযোগ করলে সমুচিত জবাব

  • চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২৬ সেপ্টেম্বর ২০১৮

আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক বলেছেন, এই নির্বাচনে কেউ যদি গোলযোগ সৃষ্টি করতে চায় তাহলে আপনাদেরও সমুচিত জবাব দিতে হবে। গতকাল মঙ্গলবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও পৌর আওয়ামী লীগ আয়োজিত ‘টেকসই গণতন্ত্র ও উন্নয়ন’ শীর্ষক তৃণমূল কর্মী সম্মেলনে তিনি এ কথা বলেন।

জেলার ফুড অফিস মোড়ে অনুষ্ঠিত সম্মেলনে সাবেক প্রতিমন্ত্রী নানক বলেন, ২০১৪ সালে নির্বাচনের সময় বিএনপি-জামায়াত আওয়ামী লীগের নেতাকর্মীদের হাত কেটেছে, পা কেটেছে। মার সামনে মেয়েকে ও ভাইয়ের সামনে বোনকে ধর্ষণ করেছে। চোখ উপড়ে ফেলেছে, বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে। আসন্ন নির্বাচন নিয়ে বিএনপি-জামায়াত আবারো ওঁৎ পেতে আছে উল্লেখ করে তিনি বলেন, সবকিছু নিয়ে সবাইকে প্রস্তুত থাকতে হবে, এবার নামলে ওদের হা-পা ভেঙে দিতে হবে।

চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শরিফুল আলমের সভাপতিত্বে কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন আওয়ামী লীগের রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য নূরুল ইসলাম ঠান্ডু, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওদুদ এমপি, সাবেক সাংসদ জিয়াউর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাফিজুর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মার্জিনা হক প্রমুখ।

সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আসন্ন নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান। পরে কেন্দ্রীয় নেতারা শিবগঞ্জ ও গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে যোগ দেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads