• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮

আজ শনিবার রাজধানীর বারিধারায় নিজ বাসভবনে বক্তব্য রাখছেন বিকল্পধারা বাংলাদেশের প্রধান এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী

ছবি: বাংলাদেশের খবর

রাজনীতি

স্বাধীনতাবিরোধীদের না ছাড়লে বিএনপির সঙ্গে বৈঠকও নয় : বি চৌধুরী

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৩ অক্টোবর ২০১৮

স্বাধীনতাবিরোধীদের সঙ্গ ত্যাগ না করলে বিকল্পধারা আজ থেকে বিএনপির সঙ্গে কোনো ধরনের বৈঠকেও বসবে না বলে জানিয়েছেন দলটির প্রধান এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।

রাজধানীর বারিধারায় নিজ বাড়িতে আজ শনিবার সন্ধ্যার পর আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

সংবাদ সম্মেলনে বি চৌধুরী বলেন,  বিকল্পধারা বিএনপিকে শর্ত দিয়েছিল, জামায়াতের সঙ্গ ত্যাগ করলে তারা জাতীয় ঐক্যে যোগ দেবে। কিন্তু বিএনপি সেই শর্ত মানেনি। সেই কারণেই তারা জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেননি।

বিএনপিকে দেওয়া বি. চৌধুরীর শর্ত দুটি হচ্ছে- শর্ত-১: স্বাধীনতার প্রত্যক্ষ ও পরোক্ষবিরোধীদের সঙ্গ ত্যাগ। শর্ত-২: ক্ষমতার ভারসাম্য।

বিকল্প ধারার মহাসচিব মাহি বি চৌধুরী বলেন, “জাতীয় ঐক্যের লক্ষ্য যদি হয় বিএনপিকে একক সংখ্যাগরিষ্ঠতা দিয়ে ক্ষমতায় বসানো, তাহলে তাদের সাথে আলোচনায় আমরা নাই।”

বিকল্পধারার মহাসচিব মেজর মান্নানসহ বিকল্পধারার নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads