• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
সরকারি অর্থ ব্যয় হবে না রোহিঙ্গাদের জন্য : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

সংরক্ষিত ছবি

রাজনীতি

সরকারি অর্থ ব্যয় হবে না রোহিঙ্গাদের জন্য : অর্থমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৪ অক্টোবর ২০১৮

মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের ভরণ পোষণে বাংলাদেশ সরকারের কোনো অর্থ ব্যয় হবে না। প্রয়োজনীয় অর্থ বিশ্বব্যাংক থেকে পাওয়া যাবে বলে জানালেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ইন্দোনেশিয়ার বালি দ্বীপে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের সঙ্গে বৈঠক শেষে গতকাল শনিবার অর্থমন্ত্রী এ কথা বলেন।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনের অংশ হিসেবে গতকাল ইয়ং কিমের সঙ্গে বৈঠকে বসেন অর্থমন্ত্রী। বৈঠক শেষে তিনি বলেন, বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে রোহিঙ্গা সমস্যা নিয়েই সব আলোচনা হয়েছে। তিনি বলেছেন, অসহায় এই মানুষগুলোর সহায়তায় যে খরচ হবে, তার ব্যবস্থা বিশ্বব্যাংক করবে। আমাদের সরকারের কোনো অর্থ ব্যয়ের প্রয়োজন হবে না।

অর্থমন্ত্রী জানান, রোহিঙ্গা সমস্যা মোকাবেলায় অর্থায়নের জন্য সুইডেন, জার্মানি, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বিশ্বব্যাংকের পক্ষ থেকে আলোচনা শুরু হয়েছে। কানাডার সরকার ইতোমধ্যে কিছু অর্থ দিয়েছে।

আগামী দুই বছরে রোহিঙ্গাদের জন্য ২০০ কোটি ডলার ব্যয় হবে বলে ধারণা করা হচ্ছে। এতে অর্থায়নের জন্য কোনো ঋণ নেওয়া হবে না। অনুদানের ব্যবস্থা করবে বিশ্বব্যাংক। এই অর্থের বেশিরভাগ নিজের তহবিল থেকেই দেবে সংস্থাটি। বাকি অর্থ অন্যান্য দাতা দেশ এবং সংস্থার কাছ থেকে জোগাড় করে দেবে।

রোহিঙ্গাদের জন্য ইতোমধ্যে বিশ্বব্যাংকের সঙ্গে ৫০ কোটি ডলারের একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে আরো ২০ কোটি ডলারের চুক্তি হবে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে প্রথম পর্যায়ে ১০ কোটি ডলারের চুক্তি হয়েছে। আরো ১০ কোটি ডলারের চুক্তি হবে শিগগিরই। অন্যান্য দাতা দেশ ও সংস্থার সঙ্গেও এ বিষয়ে দ্রুত চুক্তি হবে বলে জানান মুহিত।

তিনি আরো জানান, বিশ্বব্যাংক আফ্রিকা অঞ্চলের দেশগুলোকে সহায়তার যে প্রতিশ্রুতি দিয়েছিল, তার অনেক অর্থ অব্যবহূত রয়েছে। সেখান থেকে স্কেল-আপ ফ্যাসিলিটির আওতায় আরো ২০০ কোটি ডলার পেতে পারে বাংলাদেশ।

বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন ভূঁইয়া, অর্থ সচিব আবদুর রউফ তালুকদার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব কাজী শফিকুল আযম উপস্থিত ছিলন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads