• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
জাপার মহাসমাবেশে আজ ব্যাপক শোডাউনের প্রস্তুতি

লোগো জাতীয় পার্টি

রাজনীতি

জাপার মহাসমাবেশে আজ ব্যাপক শোডাউনের প্রস্তুতি

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২০ অক্টোবর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের শক্তি ও সামর্থ্যের বিষয়টি জানান দিতে আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে জাতীয় পার্টি। অতীতের যেকোনো সময়ের চেয়ে এবারের সমাবেশে বৃহত্তম জমায়েতের মধ্য দিয়ে রাজধানীতে বড় ধরনের শোডাউন করতে চায় দলটি। এ মহাসমাবেশ থেকে আগামী নির্বাচনের রোডম্যাপ এবং জোট গঠনসহ রাজনীতির গুরুত্বপূর্ণ বার্তা দেবেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

বেলা ১১টায় মহাসমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। মহাসমাবেশে হুসেইন মুহম্মদ এরশাদের সভাপতিত্বে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারসহ জোটের শীর্ষ নেতাদের বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

জাতীয় পার্টির নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের ব্যানারে অনুষ্ঠিতব্য এ মহাসমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি নিশ্চিত করতে সব রকম উদ্যোগ নেওয়া হয়েছে। বড় ধরনের শোডাউন করার মধ্য দিয়ে জাতীয় পার্টির নেতারা নিজেদের শক্তিমত্তার পরিচয় দিতে চান এদিন। শুক্রবার সকালে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে সভামঞ্চ পরিদর্শন করেছেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি।

মহাসমাবেশ সফল করতে দলের নেতাকর্মী এবং সম্মিলিত জাতীয় জোটের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীসহ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে জাপার মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, এবারের মহাসমাবেশ অতীতের যেকোনো সময়ের চেয়ে গুরুত্বপূর্ণ। মহাসমাবেশে সারা দেশ থেকে লাখ লাখ জনতা যোগ দেবে। এ সমাবেশ হবে আগামী রাজনীতির টার্নিং পয়েন্ট। তিনি বলেন, এ মহাসমাবেশের মধ্য দিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ রাজনীতিতে নতুন বার্তা দেবেন। জাতির উদ্দেশে আগামীদিনের দিকনির্দেশনা দেবেন। এ মহাসমাবেশ থেকে নির্বাচনী রোডম্যাপও ঘোষণা করা হবে বলে জানান তিনি।

মহাসমাবেশের প্রস্তুতি সম্পর্কে  ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, জাতীয় পার্টি ও সম্মিলিত জাতীয় জোটের শরিক দলগুলো সর্বশক্তি প্রয়োগ করে মহাসমাবেশ সফল করবে। তিনি বলেন, সারা দেশে হুসেইন মুহম্মদ এরশাদ এবং লাঙ্গলের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। নির্বাচনের আগে পার্টি এবং জোটের শরিক দলগুলোর নেতাকর্মী ও সমর্থকদের আত্মবিশ্বাস আরো দৃঢ় করতে এবারের মহাসমাবেশ জনসমুদ্রে পরিণত হবে। এই মহাসমাবেশে শুধু ঢাকা শহর থেকে অর্ধ লক্ষাধিক নেতাকর্মী অংশ নেবেন। এ ছাড়া আমার নির্বাচনী এলাকা শ্যামপুর কদমতলী থেকে অন্তত দশ হাজার নেতাকর্মী সমর্থক মহাসমাবেশে অংশ নেবেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads