• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
নাটোরে বিএনপির ১১ নেতাকর্মী আটক

প্রতীকী ছবি

রাজনীতি

নাটোরে বিএনপির ১১ নেতাকর্মী আটক

  • নাটোর প্রতিনিধি
  • প্রকাশিত ২১ অক্টোবর ২০১৮

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেনেড হামলা মামলার রায়ের প্রতিবাদে ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে নাটোরে কালো পতাকা মিছিল কর্মসূচিতে যাওয়ার পথে নলডাঙ্গা উপজেলা বিএনপির ১১ নেতাকর্মিকে আটক করেছে ডিবি পুলিশ।

দলীয় সুত্র জানায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ রোববার কালো পতাকা বিক্ষোভ মিছিলের আয়োজন করে নাটোর জেলা বিএনপি। এ কর্মসূচিতে যোগ দিতে রোববার বেলা সাড়ে ৯ টার দিকে নলডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আতিকুর রহমান তালুকদারসহ ১৪ নেতাকর্মী মোটরসাইকেল যোগে নাটোর যাওয়ার পথে শিবপুর-বউ বাজার সড়ক থেকে তাদের আটক করা হয়।পরে নাটোর ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে উপজেলা বিএনপির সভাপতি আতিকুর রহমান তালুকদার সহ তিন জন কে ছেড়ে দেয় এবং বাকী ১১ জনকে আটক করে।

আটককৃতরা হলেন, নলডাঙ্গা উপজেলা যুবদলের সাবেক সভাপতি কাজী বাবলু, উপজেলা যুবদলের সাধারন সম্পাদক মামুনুর রশিদ পিন্টু, নলডাঙ্গা পৌর যুবদলের সাধারন সম্পাদক আলতাব হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি সবুজ, নলডাঙ্গা পৌর ছাত্রদলের সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজান, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সুমন, পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, পৌর সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, পৌর ছাত্রদলের সহ-সভাপতি রানা।

নাটোর ডিবির ওসি সৈকত হাসান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তারা নাশকতা ঘটাতে নাটোর আসছিল। এ জন্য তাদের শিবপুর থেকে আটক করা হয়। বর্তমানে তাদের নাটোর সদর থানায় পুলিশি হেফাজতে রাখা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads