• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
ব্যারিস্টার মইনুল রাজনৈতিকভাবে চরিত্রহীন

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ

ছবি : সংরক্ষিত

রাজনীতি

তোফায়েল বললেন

ব্যারিস্টার মইনুল রাজনৈতিকভাবে চরিত্রহীন

  • ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত ২২ অক্টোবর ২০১৮

সৎ ও প্রখ্যাত সাংবাদিক মাসুদা ভাট্টিকে নিয়ে ব্যারিস্টার মইনুল হোসেনের উক্তি দুঃখজনক। বরং তিনি নিজেই রাজনৈতিকভাবে চরিত্রহীন বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে ব্যারিস্টার মইনুল হোসেন চরিত্রহীন বলার পরিপ্রেক্ষিতে গতকাল রোববার এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী। ভোলার বাপ্তা ইউনিয়েন আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রভিত্তিক কমিটি গঠন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী আরো বলেন, মইনুল হোসেন বঙ্গবন্ধুর হত্যাকারী খন্দকার মোশতাকের দলের একজন নেতা হয়েছিলেন। তিনি জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন ছাত্রশিবিরের এক অনুষ্ঠানে ২০০৫ সালের ৩০ ডিসেম্বর শিবিরের গুণকীর্তন করেছেন। এখন আবার ২১ আগস্ট গ্রেনেড হামলাকারী ও হত্যাকারীদের সঙ্গে হাত মিলিয়েছেন।

এ সময় তিনি আরো বলেন, আজ তার বক্তব্যের বিরুদ্ধে বাংলাদেশের নারীসমাজ ঘৃণা পোষণ করছেন। দেশের ৫৫ জন সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা মইনুল হোসেনকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনোয়ারা তোফায়েল, ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, ভোলা সদর উপজেলার চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, সিনিয়র সহসভাপতি হামিদুল হক বাহালুল প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads