• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
একনায়কতন্ত্র প্রতিষ্ঠার জন্য গণবিরোধী আইন পাস করা হচ্ছে : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

সংগৃহীত ছবি

রাজনীতি

একনায়কতন্ত্র প্রতিষ্ঠার জন্য গণবিরোধী আইন পাস করা হচ্ছে : রিজভী

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৫ অক্টোবর ২০১৮

নিরঙ্কুশ একনায়কতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংসদে গণবিরোধী আইন পাস করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, দেশে নিরঙ্কুশ একনায়কতন্ত্র প্রতিষ্ঠার জন্যই গণবিরোধী আইনগুলো পাস করা হয়েছে। গত অধিবেশনে গণমাধ্যম নিয়ন্ত্রণ ও মানুষের কণ্ঠরোধ করতে ডিজিটাল নিরাপত্তা আইনসহ সর্বোচ্চসংখ্যক ১৮টি আইন পাস হয়। চলতি অধিবেশনেও চলছে নতুন নতুন আইন পাসের তোড়জোড়।

তিনি বলেন, রাজনীতিসহ গোটা দেশকে কবজায় নিতে এত কালো আইন পাস করা হচ্ছে। নির্বাচন কমিশনকে দিয়ে আরপিও সংশোধনের প্রস্তাব তুলে তা চলতি সংসদে পাসের তোড়জোড় চলছে।

রিজভী বলেন, যতই কালাকানুন করা হোক না কেন, তথ্যপ্রযুক্তির উৎকর্ষের যুগে অনিয়ম, দুর্নীতি, অপকর্ম ঢেকে রাখা যাবে না।

 

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads