• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
ঐক্যফ্রন্ট-আ.লীগ সংলাপ সফল হবে না : এরশাদ

জাতীয় পার্টির চেয়াম্যান হুসেইন মুহম্মদ এরশাদ

ছবি : সংগৃহীত

রাজনীতি

ঐক্যফ্রন্ট-আ.লীগ সংলাপ সফল হবে না : এরশাদ

  • রংপুর প্রতিনিধি
  • প্রকাশিত ০২ নভেম্বর ২০১৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপ করতে নয় বরং তাকে শুভেচ্ছা জানাতে আগামী ৫ নভেম্বর গণভবনে যাবেন জাতীয় পার্টির চেয়াম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। সময়মতো প্রধানমন্ত্রীর সঙ্গে একান্তে সংলাপে বসবেন তিনি। গতকাল বৃহস্পতিবার রংপুর পর্যটন মোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন কথা বলেন জাপা চেয়ারম্যান। এদিকে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে আওয়ামী লীগের সংলাপ সফল হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন এরশাদ। তিনি বলেন, ঐক্যফ্রন্ট যে দাবি দিয়েছে শেখ হাসিনা তা মানবেন না। সংবিধান মতে দাবিগুলো মানা সম্ভব নয়। অতএব সংলাপ ফলপ্রসূ হবে বলে আমার মনে হয় না। হাসিনার পদত্যাগসহ অনেক কিছু চেয়েছে তারা। সেগুলো মানা সরকারের পক্ষে সম্ভব নয়। সরকার বলছে সংবিধান মোতাবেক আমাদের নির্বাচন হবে।

এরশাদ বলেন, তারা (সরকার) আমাকে চিঠি দিয়েছে, আমি যাব। তবে সংলাপ এখন হবে না। আমরা কোনো দাবি নিয়ে নয়, শুভেচ্ছা জানাতে সেখানে যাব। তিনি বলেন, সংলাপ আমি একলা করব না, দু’চারজন নিয়ে করব। ২১ জন মানুষকে নিয়ে সংলাপ করা যায় না। আমি আমার দলকে চিনি। কোন আসন চাইতে হবে আর কোন আসন চাইতে হবে না- এটা আমার থেকে কেউ ভালো জানে না। সংলাপে আমন্ত্রিত অনেক লোক থাকবে, সেখানে তো সব আলাপ হতে পারে না।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জাপা চেয়ারম্যান বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি মহাজোটগতভাবে নির্বাচন করবে। তবে এবার রংপুরের ৬টি আসনসহ রংপুর অঞ্চলের ২২টি আসনের সবগুলো আমাদের ছেড়ে দেওয়ার কথা আমি প্রধানমন্ত্রীকে বলেছি। তবে গতবারের মতো মহাজোটগতভাবে নির্বাচন হবে, আবার একই আসনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির আলাদা আলাদা প্রার্থী থাকবে, তা এবার আমরা মানব না। যেখানে জাতীয় পার্টির প্রার্থী থাকবে সেখানে আওয়ামী লীগের কোনো প্রার্থী দেওয়া যাবে না, এটা আমাদের পরিষ্কার কথা। এর কোনো ব্যত্যয় করা যাবে না।

নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার সংক্রান্ত অধ্যাদেশ প্রসঙ্গে এরশাদ বলেন, ইভিএম সম্পর্কে আমি প্রথম থেকে আপত্তি জানিয়ে আসছি। কারণ ইভিএমের মাধ্যমে ভোট হলে সেই ভোটে কারচুপি করা সম্ভব। সে কারণে আমি আবারো ইভিএম ব্যবহার না করার জন্য সরকারকে অনুরোধ জানাব।

বিএনপির বিষয়ে এরশাদ বলেন, বিএনপির নেতৃত্ব দেবেন কে? খালেদা জিয়া তো কারাগারে। তারেক তো বাইরে ও দণ্ডপ্রাপ্ত। এখন তো দেখি ফখরুল ড. কামাল হোসেনের সঙ্গে জোটে গেছেন। তাহলে বিএনপি কী করবে? নেত্রী তো  নেই। বিএনপি তো এখনো বলেনি নির্বাচন করবে কি না। তবে সব দলের অংশগ্রহণে আমরা নির্বাচন চাই। সুষ্ঠু নির্বাচনের দাবি আমাদেরও।

রংপুর সিটি মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা, মহানগর জাপার সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, জেলা জাপার সাধারণ সম্পাদক ফখর উজ জামান জাহাঙ্গীরসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads