• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
 মির্জা ফখরুল ঐক্যফ্রন্টের মুখপাত্র মন্টু সমন্বয়ক

 মির্জা ফখরুল ও মোস্তফা মহসীন মন্টু

ছবি : সংগৃহীত

রাজনীতি

 মির্জা ফখরুল ঐক্যফ্রন্টের মুখপাত্র মন্টু সমন্বয়ক

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৪ নভেম্বর ২০১৮

ফখরুল-মহসীন মন্টুবিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র হিসেবে নির্বাচিত করা হয়েছে। পাশাপাশি গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টুকে ফ্রন্টের সমন্বয়ক করা হয়েছে।

শনিবার (৩ নভেম্বর) রাতে রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে অনুষ্ঠিত স্টিয়ারিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয় জাতীয় ঐক্যফ্রন্ট।

এ বিষয়ে জানতে চাইলে স্টিয়ারিং কমিটির সদস্য ডাক্তার জাহেদ উর রহমান বলেন, ফ্রন্টের আগের মুখপাত্র আসম আব্দুর রব নিজে দায়িত্ব থেকে সরে যাওয়ায় মির্জা ফখরুলকে নির্বাচিত করেছেন সবাই।

এর আগে, গত ৩০ অক্টোবর জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্রের দায়িত্ব পেয়েছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads