• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
সরকারের একতরফা নির্বাচনের ইচ্ছারই প্রতিফলন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ছবি : সংগৃহীত

রাজনীতি

সরকারের একতরফা নির্বাচনের ইচ্ছারই প্রতিফলন

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৯ নভেম্বর ২০১৮

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা সরকারের একতরফা নির্বাচনের ইচ্ছারই প্রতিফলন। জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। গতকাল রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকের ফাঁকে এসে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা জাতির উদ্দেশে ভাষণে তফসিল ঘোষণার পর পরই স্থায়ী কমিটির সদস্যরা বৈঠকে বসেন।

মির্জা ফখরুল বলেন, জনগণের যে আশা-আকাঙ্ক্ষা তার কোনো প্রতিফলন না ঘটিয়েই নির্বাচন কমিশন (ইসি) একতরফাভাবে আবারো একটি নির্বাচন অনুষ্ঠানের জন্য তফসিল ঘোষণা করেছে। এতে সরকারের ইচ্ছারই প্রতিফলন ঘটেছে। এই তফসিল ঘোষণার বিষয়ে বিএনপির বক্তব্য একেবারে পরিষ্কার- জনগণের আশার পরিপন্থি কোনো নির্বাচন অনুষ্ঠান এদেশের জনগণ গ্রহণ করবে না।

তিনি বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে একটি প্রতিনিধিদল ইসিতে গিয়েছিল। সেখানে ইসিকে পরিষ্কার করে বলা হয়েছিল তফসিল পিছিয়ে দেওয়ার জন্য। সেটা পিছিয়ে দেওয়া হয়নি। এতে করে জনগণের যে আশা-আকাঙ্ক্ষা তার প্রতিফলন না ঘটিয়ে একতরফাভাবে এটা করা হয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, দলের স্থায়ী কমিটি, ২০-দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের সঙ্গে বৈঠক করে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ও দলের করণীয় নির্ধারণ করা হবে। এর আগে সন্ধ্যায় ২০-দলীয় জোটের নেতাদের নিয়ে বৈঠক করেন। বৈঠক শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেন তিনি।

তফসিল ঘোষণা করে নিরপেক্ষতা হারিয়েছে ইসি- রব : তফসিল ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন বলেন, দেশের প্রধান বিরোধী পক্ষ জাতীয় ঐক্যফ্রন্ট ও সরকার যখন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সংলাপ অনুষ্ঠান ও আলাপ-আলোচনার মাধ্যম নিশ্চিত করতে যাচ্ছে তখন প্রধান নির্বাচন কমিশনার একতরফাভাবে তফসিল ঘোষণা করে তার নিরপেক্ষতা হারিয়েছেন।

তারা বলেন, ৮ নভেম্বর তফসিল ঘোষণা করে ১৯ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ দেওয়া হয়েছে। সরকারি ছুটি বাদ দিলে এক সপ্তাহের মধ্যে দলগুলোকে মনোনয়নপত্র আহ্বান, প্রার্থী বাছাই ও প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে ১৯ তারিখের মধ্যে জমা দেওয়া একটি দুঃসাধ্য ব্যাপার। তাই যেকোনো মূল্যে তফসিল পেছাতে হবে।

জাতীয় ঐক্যফ্রন্টের অনুরোধ পাশ কাটিয়ে একতরফা তফসিল ঘোষণা করেছে ইসি- মন্টু : তফসিল ঘোষণার পর বাংলাদেশের খবরকে দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গণফোরামের সাধারণ সম্পাদক ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতা মোস্তফা মহসিন মন্টু বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট ইসিতে গিয়ে তফসিল পেছানোর জন্য অনুরোধ জানিয়েছিল। ফ্রন্টের অনুরোধ পাশ কাটিয়ে একতরফাভাবে তফসিল ঘোষণা করেছে ইসি।

তিনি বলেন, রাজশাহীর সমাবেশ শেষে জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দলগুলোর নেতারা বসে আলোচনা করে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads