• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
তফসিল ঘোষণায় নির্বাচন নিয়ে ধোঁয়াশা কেটে গেছে

লোগো আওয়ামী লীগ

রাজনীতি

তফসিল ঘোষণায় নির্বাচন নিয়ে ধোঁয়াশা কেটে গেছে

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৯ নভেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত ও অভিনন্দন জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এ ঘোষণার মধ্য দিয়ে নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের সব ধোঁয়াশা কেটে গেছে বলে মনে করছেন দলটির নেতারা। সব দল আসন্ন নির্বাচনে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অংশ নেবে বলে প্রত্যাশা আওয়ামী লীগের। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) তফসিল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলের পক্ষ থেকে এসব কথা বলা হয়। তফসিলকে স্বাগত জানিয়ে গত রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল করেছেন আওয়ামী লীগ ও এর সহযোগী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এ প্রসঙ্গে গতকাল রাত ৮টার দিকে সাংবাদিকদের বলেন, ‘তফসিল ঘোষণার মধ্য দিয়ে জনগণের মনে নির্বাচন নিয়ে যে ধোঁয়াশা ছিল, তা কেটে গেছে। সব রাজনৈতিক দল উৎসবমুখর পরিবেশে নির্বাচনে অংশগ্রহণ করবে, এটি আমাদের প্রত্যাশা।’ সিইসি নির্বাচনী তফসিল ঘোষণার পর ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় হানিফ এ কথা বলেন।

হানিফ বলেন, ‘নির্বাচন কমিশন আগামী ২৩ ডিসেম্বর ভোট গ্রহণের তফসিল ঘোষণা করেছে। আশা করছি, তফসিল অনুযায়ী নির্বাচন হবে। এ নিয়ে কোনো শঙ্কা নেই। নির্বাচনে অংশগ্রহণ করা প্রতিটি রাজনৈতিক দলের নৈতিক দায়িত্ব। দেশ ও জনগণের স্বার্থে সব দল নির্বাচনে অংশ নেবে।’

তফসিল ঘোষণায় জনগণ আনন্দিত মন্তব্য করে তিনি বলেন, ‘দেশের মানুষ এখন আনন্দমুখর। তারা বিশ্বাস করে নির্দিষ্ট সময় ২৩ ডিসেম্বর একাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।’

জাতীয় ঐক্যফ্রন্টের তফসিল পেছানোর দাবির বিষয়ে তিনি বলেন, ‘প্রতিটি রাজনৈতিক দলই চায় জনগণের সেবা করতে। সে জন্য নির্বাচনে আসতে হবে। জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় বসতে হবে। তারা যদি জনগণের সেবা করতেই চায়, তাহলে নির্বাচনে আসবে, এমনটাই আমরা প্রত্যাশা করি।’

জাসদের অভিনন্দন : সব হুমকি-ধমকি উপেক্ষা করে নির্বাচনের তফসিল ঘোষণা করায় সিইসিসহ নির্বাচন কমিশনকে অভিনন্দন জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। দলটির সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার গতকাল রাতে তফসিল ঘোষণার পর এক বিবৃতিতে এ অভিনন্দন জানান।

বিবৃতিতে তারা বলেন, তফসিল ঘোষণার মধ্য দিয়ে সংসদ নির্বাচন নিয়ে সন্দেহ-সংশয়ের অবসান হলো এবং দেশ সাংবিধানিক গণতান্ত্রিক প্রক্রিয়া সমুন্নত রেখে বলিষ্ঠ পদক্ষেপে এগিয়ে যাওয়া অব্যাহত রাখল। তারা আরো বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন সফল হবে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads