• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
উৎসবমুখর আ. লীগ চুপচাপ বিএনপি

নির্বাচনী মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিনে গতকাল নেতাকর্মীদের পদচারণে মুখর ছিল ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়। ইনসেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দুটি মনোনয়ন ফরম সংগ্রহ করেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

ছবি : বাংলাদেশের খবর

রাজনীতি

উৎসবমুখর আ. লীগ চুপচাপ বিএনপি

  • হাসান শান্তনু
  • প্রকাশিত ১০ নভেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে উৎসবমুখর আওয়ামী লীগ। অন্যদিকে এ নিয়ে সুনসান বিএনপি। গত বৃহস্পতিবার রাতে এ তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা।

তফসিল ঘোষণার পর উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ শুরু করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা। গতকাল শুক্রবার প্রধান এ দুই রাজনৈতিক দলের কার্যালয়ে দেখা গেছে রিপরীত চিত্র। আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহে দলটির কার্যালয়, আশপাশ ছিল উৎসবমুখর। বিএনপির কার্যালয়ে গতকালের বেশিরভাগ সময় ছিল বছরের অন্য সময়ের মতো নীরবতা।

ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা উৎসবে মেতে ওঠেন। বিএনপি নির্বাচনে অংশ নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে কি না তা নিয়ে নিশ্চিত হতে পারছেন না দলটির নেতাকর্মীরা। তারা এ নিয়ে দলের প্রকৃত অবস্থান জানার চেষ্টা করছেন।

মনোনয়নপত্র সংগ্রহের শুরুর দিনে আনন্দ উৎসবে শুরু হয় দলটির কার্যক্রম। আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে গোপালগঞ্জ-৩ আসনের মনোনয়নপত্র ফরম সংগ্রহের মধ্য দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় নেতাকর্মীর ভিড়ে কার্যালয় এলাকা ও আশপাশ মুখরিত হয়ে ওঠে আনন্দ

উৎসবমুখর আ. লীগ চুপচাপ বিএনপি আরেক প্রধান রাজনৈতিক দল বিএনপির কার্যালয়ে এ নিয়ে কোনো তৎপরতা ছিল না। তেমন উপস্থিতি ছিল না নেতাকর্মীরও। ‘মনোনয়ন ফরম বিক্রি শুরু কবে’- তা নেতাকর্মীরা জানতে চান দলের শীর্ষ নেতাদের কাছে। সঠিক দিনক্ষণ জানতে না পেরে হতাশ হন অনেকে। দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সকালে দলীয় সংবাদ সম্মেলনের পর থেকে দেখা যায় নীরবতা।

বাংলাদেশের খবরের অনুসন্ধানে জানা যায়, তফসিল ঘোষণার পর দেশের ৪১ নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে আওয়ামী লীগসহ ২৬টির কার্যালয়ে উৎসবের আমেজ। গতকাল মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ। আজ শনিবার সকাল ১০টা থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু হচ্ছে জাসদের (ইনু)।  কাল রোববার বেলা ১১টা থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করবে জাতীয় পার্টি। বাকি দলগুলোও মনোনয়ন ফরম বিক্রি শুরুর চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। মনোনয়ন ফরম বিক্রি নিয়ে এসব দলের কার্যালয়ে ভিড় বাড়ছে নেতাকর্মীদের। নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপিসহ ১০ রাজনৈতিক দল বর্তমান সরকারের অধীনে নির্বাচনে অংশ নিতে আপত্তি জানিয়েছে। যদিও তা চূড়ান্ত সিদ্ধান্ত নয় বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। নির্বাচনে যাওয়া নিয়ে সিদ্ধান্তহীনতায় আছে তিন বাম রাজনৈতিক দল। দুই দল কোনো জোটে না থাকলেও নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে এখনো কিছু জানায়নি। ফলে সেসব দলের কার্যালয়ে নির্বাচনী তৎপরতা এখনো শুরু হয়নি।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, সিদ্ধান্ত না জানানো দলগুলোর মধ্যে অধিকাংশই শেষ পর্যন্ত এবারের নির্বাচনে অংশ নেবে। নিবন্ধিত দলগুলোর মধ্যে অধিকাংশই নির্বাচনে অংশ নেবে বলে তারা আশাবাদী।

তফসিল ঘোষণার পরদিন থেকে দলের মনোনয়ন ফরম বিক্রির সিদ্ধান্ত ছিল আওয়ামী লীগের। গত বৃহস্পতিবার রাতে প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা করলে গতকাল সকাল ১০টা থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে। সকাল থেকে কার্যালয়ে নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে। বেলা গড়ার সঙ্গে প্রার্থীর সমর্থকদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। ফরম বিক্রি উপলক্ষে দলের কার্যালয় এলাকায় ব্যান্ড পার্টি বাজানো হয়। বেশ কয়েক মনোনয়নপ্রত্যাশীর মিছিলেই ব্যান্ড পার্টি ছিল। কুড়িগ্রাম-২ থেকে মনোনয়নপ্রত্যাশী হামিদুর রহমান ও মাদারীপুর-৩ থেকে মনোনয়নপ্রত্যাশী বাহাউদ্দিন নাছিমের নেতাকর্মীরা মনোনয়ন ফরম সংগ্রহ করতে সঙ্গে ব্যান্ড পার্টি নিয়ে আসেন।

সকাল থেকেই মনোনয়নপ্রত্যাশী নেতারাদের কর্মী-সমর্থকরা ধানমন্ডি কার্যালয়ের দিকে আসতে থাকেন। বিভিন্ন জেলা শহর থেকে বাস ভর্তি করে সমর্থকদের নিয়ে আসেন তারা। এ সময় তাদের নেতাকর্মী ও সমর্থকরা মিছিল নিয়ে কার্যালয়ের সামনে এসে জড়ো হন।

তবে ভিড় এড়াতে কার্যালয়ের ভেতরে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বেশি লোককে ঢুকতে দেওয়া হয়নি। এতে কার্যালয়ের সামনের সড়কে বাড়তে থাকে মানুষের উপস্থিতি। দেশের বিভিন্ন এলাকা থেকে আসা মানুষ সামনের সড়কে অবস্থান নেয়। ভিড় সামলাতে হিমশিম খেতে হয় ট্রাফিক পুলিশকে। মিছিলের পর মিছিল আসতে থাকায় ধানমন্ডির সাতমসজিদ রোড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। বাস থেকে লোকজনকে নেমে গন্তব্যে হেঁটে যেতে দেখা যায়।

বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের চিত্রটি ছিল ঠিক উল্টো। দলটির কার্যালয়ে নির্বাচনকেন্দ্রিক কোনো তৎপরতা দেখা যায়নি। বেলা ১১টায় দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সংবাদ সম্মেলনের সময় কিছু নেতাকর্মী কার্যালয়ে উপস্থিত ছিলেন।

সকালে বিএনপি কার্যালয়ের সামনে ছিল গণমাধ্যমের বেশ কয়েকটি গাড়ি। এ সময় দলটির কার্যালয়ের একটু পাশে একটি বেসরকারি হোটেলের সামনে দাঙ্গা পুলিশের একটি দল সতর্ক অবস্থায় দাঁড়িয়ে ছিল। সাদা পোশাকে থাকা বিভিন্ন গোয়েন্দা সংস্থার কয়েকজন সদস্য বিএনপির কার্যালয়ের সামনে অবস্থান নেন। দলটির কার্যালয়ের পাঁচ তলার ভবনটিতে রয়েছে বেশ কয়েকটি সহযোগী সংগঠনের কার্যালয়। গতকাল অধিকাংশ কার্যালয় তালাবদ্ধ ছিল।

বিএনপি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার স্পষ্ট কোনো ঘোষণা এখনো দেয়নি। তফসিল ঘোষণার এক দিন পার হলেও নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে এখনো দ্বিধাদ্বন্দ্বে দলটির শীর্ষ নেতারা। তফসিল ঘোষণার পর গত বৃহস্পতিবার রাতে ঢাকার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকে বসেন বিএনপির শীর্ষ নেতারা। মূলত নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে এ বৈঠক হলেও সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি কেউ।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads