• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
আ.লীগের জোটে আসতে পারে যুক্তফ্রন্ট : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

সংগৃহীত ছবি

রাজনীতি

আ.লীগের জোটে আসতে পারে যুক্তফ্রন্ট : কাদের

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১২ নভেম্বর ২০১৮

সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ডা. বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন রাজনৈতিক জোট যুক্তফ্রন্টের সঙ্গে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের আলোচনা চলছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দলীয় এক সভা শেষে গতকাল রোববার তিনি সাংবাদিকদের বলেন, আমাদের (আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটে) সঙ্গে যুক্তফ্রন্ট নির্বাচন করতে পারে।

রাজধানীর গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যালয়ে দলের সংসদীয় বোর্ডের সভা হয়। এরপর সংবাদ সম্মেলনে আসেন দলের সাধারণ সম্পাদক কাদের। তিনি বলেন, যুক্তফ্রন্টের সঙ্গে আমাদের অ্যালায়েন্স (জোট) হতেও পারে। আলোচনা চলছে। তবে জোট বা শরিক দলের প্রার্থী হলেও যোগ্যতা ও জয়ী হওয়ার সম্ভাবনা দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে মনোনয়নের।

ওবায়দুল কাদের বলেন, জোটের অন্তর্ভুক্ত দলগুলোকে বলা হয়েছে, জনগণের কাছে জনপ্রিয়তা আছে, নির্বাচনে জিততে পারে, এমন প্রার্থীদের মনোনয়ন দিতে। নিজেদের (আওয়ামী লীগের) অগ্রহণযোগ্যদেরও বাদ দেব। তাদের মনোনয়ন দেওয়া হবে না। কারণ, জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপির বিপক্ষে লড়তে হবে। তাদের তো দুর্বল দল ও জোট মনে করলে চলবে না।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ পেছাতে ঐক্যফ্রন্টের দাবির বিষয়ে সেতুমন্ত্রী বলেন, নির্বাচন পেছানোর ব্যাপারে দাবি থাকলেও তা নির্বাচন কমিশনের (ইসি) এখতিয়ার। নির্বাচন কমিশন যদি সময় বাড়াতে চায়, সেখানে আওয়ামী লীগের আপত্তি থাকবে না।

ওবায়দুল কাদের জানান, আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমার শেষ সময় ১২ নভেম্বর (আজ সোমবার) সন্ধ্যা ৬টা পর্যন্ত। এরপর ১৪ নভেম্বর সকাল ১১টা থেকে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে ধানমন্ডির ৩/এ কার্যালয়ে। এক দিনেই মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শেষ করা হবে। দিনব্যাপী সাক্ষাৎকার শেষে প্রার্থিতা চূড়ান্ত করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads