• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
নড়াইলের সর্বত্র আলোচনা সমালোচনা

মাশরাফির মনোনয়নপত্র সংগ্রহ

ছবি : সংগৃহীত

রাজনীতি

মাশরাফির মনোনয়ন সংগ্রহ

নড়াইলের সর্বত্র আলোচনা সমালোচনা

  • এসএম হালিম মন্টু, নড়াইল
  • প্রকাশিত ১৩ নভেম্বর ২০১৮

বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা গত রোববার দুপুরে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নড়াইল-২ আসন থেকে লড়বেন। এ খবরে নড়াইলের সর্বত্র চলছে আলোচনা-সমালোচনা।

গত রোববার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের হাত থেকে মনোনয়নপত্র গ্রহণ এবং তার আগে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দোয়া নেওয়ার সংবাদ প্রকাশের পর থেকে শুরু হয় নড়াইলের অলিগলি, চায়ের দোকান, অফিস-আদালত, স্কুল-কলেজ সর্বত্র বইছে মাশরাফির মনোনয়নপত্র সংগ্রহ ও নির্বাচনে অংশগ্রহণের বিষয়। মাশরাফি ভক্তদের মধ্যে আনন্দ-উল্লাস যেমন বইছে তেমনি আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী অন্য নেতা ও তাদের সমর্থকদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। তারা প্রকাশ্যে মাশরাফির বিরোধিতা না করলেও অপ্রকাশ্য বিরোধিতার কথা বলছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আওয়ামী লীগ নেতাকর্মী বলেন, রাজনীতি আর খেলা এক নয়। মাশরাফি একজন ক্রিকেটার, তিনি রাজনীতির কিছুই বোঝেন না। নির্বাচিত হয়ে এলাকার মানুষের কোনো উপকারই করতে পারবেন না। তারা বলেন, তৃণমূল নেতাকর্মীসহ জনগণের সুখ-দুঃখে যেসব নেতা রাজনীতি করে আসছেন তাদের মনোনয়ন না দেওয়া ঠিক নয়। অতিথি প্রার্থীরা কখনই দলের ভালো চান না। তারা ক্ষমতার জন্য আসছেন। ক্ষমতা চলে গেলে তারাও দল থেকে চলে যাবেন।

ইজিবাইক চালক মো. ইকবাল হোসেন জানান, মাফরাফির মতো ভালো লোক হয় না। তিনি গরিব মানুষদের জন্য অনেক করেন এটা ঠিক। কিন্তু এমপি নির্বাচিত হয়ে তিনি যখন সব মানুষের উপকার করতে পারবেন না তখন তিনি অপ্রিয় হয়ে যাবেন।

ব্যবসায়ী সনজিৎ ভট্টাচার্য্য বলেন, মাশরাফি শুধু নড়াইলেরই সম্পদ নন। তিনি দেশের সম্পদ। মাশরাফি অসাধারণ মানবিক গুণাবলির অধিকারী। মানবতার সেবায় তিনি সরাসরি জড়িত রয়েছেন। নড়াইলের অসহায়, গরিব মানুষের বন্ধু তিনি। আমার মনে হয় মহান এ ক্রিকেটার জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সব মানুষের উপকার করতে পারবেন না। ফলে জনপ্রিয় মাশরাফির জনপ্রিয়তা কমে যাবে। মাশরাফি যেমন আছেন তেমন থাকলেই বেশি জনপ্রিয় থাকবেন বলে আমি মনে করি।

নড়াইল জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. মাহফুজুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগ যাকে নড়াইল-২ আসন থেকে মনোনয়ন দেবেন আমরা তার পক্ষেই কাজ করব। দলের বাইরে জেলা যুবলীগ কখনই কারো জন্য কাজ করবে না।

নড়াইল পৌর আওয়ামী লীগের সভাপতি ও নড়াইল সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুণ্ডু বলেন, মাশরাফি একজন সৃজনশীল ও ভালো মানুষ। তিনি বিভিন্ন সময় সাধারণ মানুষের উপকার করে থাকেন। তিনি এ আসনে নৌকার মাঝি হলে দল-মত নির্বিশেষে মানুষের সমর্থন ও ভোট পাবেন।

নড়াইল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অচীন চক্রবর্ত্তী বলেন, বিষয়টি আমি টেলিভিশনসহ সামাজিক যোগাযোগমাধ্যম থেকে জেনেছি। তবে দল যাকে মনোনয়ন দেবে আমরা তার পক্ষেই থাকব।

নড়াইল পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর বিশ্বাস বলেন, মাশরাফি নড়াইলের গর্বিত সন্তান। তিনি এ আসন থেকে নির্বাচন করলে আওয়ামী লীগের সবাই তার পক্ষে থাকবে এবং জয় ছিনিয়ে আনা সম্ভব।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads