• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
কুষ্টিয়ায় ৪টি আসনে নৌকার মাঝি হতে চান ৩৬ জন

মাহবুবউল আলম হানিফ ও রাশিদুল আলম দুই ভাই মনোনয়ন ফরম তুলেছেন

ছবিঃ বাংলাদেশের খবর

রাজনীতি

কুষ্টিয়ায় ৪টি আসনে নৌকার মাঝি হতে চান ৩৬ জন

  • কুষ্টিয়া সদর প্রতিনিধি
  • প্রকাশিত ১৩ নভেম্বর ২০১৮

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থীদের মাঝে ফরম বিতরণ কার্যক্রম শুরু হয় গত ৯ নভেম্বর। ১২ নভেম্বর কার্যক্রম শেষ হবার কথা থাকলেও একদিন বাড়িয়ে তা করা হয় ১৩ নভেম্বর পর্যন্ত। তবে এই চারদিনে সারা দেশে প্রায় ৪ সহস্রাধিক ফরম সংগ্রহ হলেও কুষ্টিয়ার ৪টি সংসদীয় আসনে রেকর্ড সংখ্যক ফরম সংগ্রহ হয়েছে। এর মধ্যে কুষ্টিয়া-১(দৌলতপুর) আসনে সব থেকে বেশি ১৬জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। সংগ্রহের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে কুষ্টিয়া-৪ (কুমারখাী-খোকসা) আসন। এ আসনে মনোনয়ন ফরম তুলেছেন ১৩জন প্রার্থী। আপন দুই ভাই বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ,বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্নসাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের মেজ ভাই বীর মুক্তিযোদ্ধা রশিদুল আলম ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, বর্তমান সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ মনোনয়ন ফরম তুলেছেন।

কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক মনোনয়ন ফরম প্রদানে খুলনা বিভাগে দায়িত্ব পাওয়া শেখ হাসান মেহেদী জানান ১২ নভেম্বর পর্যন্ত কুষ্টিয়ার ৪টি সংসদীয় আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা ৩৬।

এর মধ্যে কুষ্টিায়া-১(দৌলতপুর) আসনে সর্বোচ্চ ১৬জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এছাড়া কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা)আসনে ৪, কুষ্টিয়া-৩ (সদর)আসনে ৩ এবং কুষ্টিয়া-৪(কুমারখালী-খোকসা) আসনে দ্বিতীয় সর্বোচ্চ ১৩জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসন: এ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ,বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের মেজ ভাই মুক্তিযোদ্ধা রশিদুল আলম, এছাড়া বর্তমান সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী, সাবেক সংসদ সদস্য আফাজ উদ্দিন আহম্মেদ বিশ্বাস, বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির অন্যতম সদস্য ড. মোফাজ্জেল হক, সাবেক ছাত্র নেতা এ্যাড. আ ক ম সরোয়ার জাহান বাদশা, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. শরীফ উদ্দিন রিমন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এ্যাড. বায়েজীদ আক্কাস, প্রচার সম্পাদক এ্যাড. হাসানুল আসকার হাসু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লব, অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা আনসার আলী, দৌলতপুর উপজেলা আ’লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ছাদিকুজ্জামান সুমন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি তারেক আল মামুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঈনুদ্দিন মোহন, মহিলা ভাইস চেয়ারম্যান জলি কবিরাজ, যুবলীগ নেতা নুর হোসেন বিদ্যুৎ ও ছাত্রলীগ নেতা সোহেবোল বোরহান সোহেল।

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনঃ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য রশিদুল আলম, কুষ্টিয়া জেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম, আওয়ামী লীগের উপ-সম্পাদক তানজিন হাসান মিথুন, ও ছাত্র নেতা সোহেল রানা।

কুষ্টিয়া-৩ (সদর) আসনঃ বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, বর্তমান সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ, কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী, মহিলা সংসদ সদস্য লাইলা আরজুমান বানু ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডাঃ আমিনুল হক রতন।

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনঃ এ আসনে দ্বিতীয় সর্বোচ্চ ১৩জন মনোনয়ন প্রত্যাশী ফরম সংগ্রহ করেছেন। এরা হলেন বর্তমান সংসদ সদস্য আব্দুর রউফ, সাবেক সংসদ সদস্য বেগম সুলতানা তরুন, জেলা পরিষদের সাবেক পুশাসক জাহিদ হোসেন জাফর, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, কুমারখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খান, কুমারখালী পৌরসভার মেয়র সামসুজ্জামান অরুন, জেলা যুবলীগের সাধারন সম্পাদক জিয়াউল ইসলাম স্বপন, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও পুযুক্তি বিষয়ক সম্পাদক সুফি ফারুক, ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ, এ্যাড. রানা সিদ্দিকী, মিজানুর রহমান বিটু, ইঞ্জিনিয়ার আনিসুর রহমান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads