• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
মনোনয়ন ফরম সংগ্রহের দ্বিতীয় দিন নয়াপল্টন জনসমুদ্র

নয়াপল্টন জনসমুদ্র

ছবি : সংগৃহীত

রাজনীতি

মনোনয়ন ফরম সংগ্রহের দ্বিতীয় দিন নয়াপল্টন জনসমুদ্র

হাতি-ঘোড়া নিয়ে দলীয় কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীরা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৪ নভেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা দলের মনোনয়ন ফরম কিনছেন। মনোনয়ন ফরম বিক্রির দ্বিতীয় দিন সারা দেশ থেকে আসা মনোনয়নপ্রত্যাশী ও তাদের সমর্থকদের ভিড়ে নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়ক হয়ে ওঠে জনসমুদ্র। মনোনয়নপ্রত্যাশীদের কেউ কেউ হাতি-ঘোড়া নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করতে আসেন। নেতাকর্মীদের হাতে ছিল খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সংবলিত প্ল্যাকার্ড। কার্যালয়ের সামনে আসা নেতাকর্মীরা ‘মুক্তি মুক্তি মুক্তি চাই, দেশনেত্রীর মুক্তি চাই’ স্লোগানে মুখরিত করে তোলেন। কেউ কেউ তাদের মনোনয়ন ফরম জমাও দিয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্যকে সেখানে দেখা গেছে।

সকাল ১০টা থেকে দ্বিতীয় দিনের ফরম বিক্রি শুরুর কথা থাকলেও নেতাকর্মীরা সকাল ৮টা থেকে অবস্থান নেন সড়কে। সাড়ে ৯টার পর ফকিরাপুল থেকে কাকরাইলের নাইটিঙ্গেল রেস্তরাঁর মোড় পর্যন্ত মনোনয়নপ্রত্যাশী নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে ওঠে। ব্যাপক মানুষের উপস্থিতিতে যান চলাচল বন্ধ হয়ে যায় সড়কে। নয়াপল্টন সড়কের দুই পাশের অলি-গলি ও বিপণিবিতানগুলোতেও নেতাকর্মীদের ভিড় দেখা গেছে। ব্যান্ড দলের পাশাপাশি নারায়ণগঞ্জ থেকে দলের কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম নেতাকর্মীদের পাশাপাশি দুই হাতি নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করতে আসেন।

ফরম বিক্রির দ্বিতীয় দিন গতকাল মঙ্গলবার বিএনপি ১ হাজার ৮শ’ ৯৬টি মনোনয়ন ফরম বিক্রি করে। এনিয়ে গত দু’দিনে ৩ হাজার ২শ’ ২২টি ফরম বিক্রি করে দলটি। প্রার্থীদের মনোনয়ন ফরম সংগ্রহ করতে হচ্ছে পাঁচ হাজার টাকায়। জমা দেওয়ার সময় নেওয়া হচ্ছে ২৫ হাজার টাকা। দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, দেশে জাতীয়তাবাদী শক্তির উত্থান ঘটেছে। নয়াপল্টনে মনোনয়ন ফরম সংগ্রহ করতে আসা নির্যাতিত নেতাকর্মীদের জনস্রোত তারই প্রমাণ।

ভারাক্রান্ত তারেক রহমান : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, মনোনয়ন ফরম সংগ্রহ করতে আসা নেতাকর্মীদের জনস্রোত সুদূর লন্ডনে বসে দেখছেন তারেক রহমান। ঢাকা থেকে নেতাদের ফেসবুক লাইভে কার্যালয়ে আসা নেতাকর্মীদের ঢল লন্ডনের বাসায় বসে দেখেন তিনি। এ সময় তিনি কান্নায় ভেঙে পড়েন।

বেলা সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা-১ আসনের জন্য মনোনয়ন ফরম কেনেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। পরে বাংলাদেশের খবরকে তিনি বলেন, তফসিল ঘোষণার পর প্রশাসন নির্বাচন কমিশনের অধীনে পরিচালিত হওয়ার কথা। কিন্তু বাস্তবতা মনে হচ্ছে ভিন্ন। কাজেকর্মে মনে হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই সব কিছু পরিচালিত হচ্ছে। 

তিনি বলেন, বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে থাকার চেষ্টা করবে। কিন্তু সরকার ও নির্বাচন কমিশন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে না পারলে এবং তাতে নির্বাচন পণ্ড হলে দায়ভার বর্তাবে সরকারের ওপর।

বেলা পৌনে ৩টার দিকে বাগেরহাট-৪ আসনের জন্য মনোনয়নপত্র কিনেছেন দলটির কেন্দ্রীয় শিক্ষাবিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম। মনোনয়ন ফরম কেনার পর গণমাধ্যমকে তিনি বলেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচন হলে আগামীতে বিএনপি অবশ্যই সরকার গঠন করবে।

দুপুরে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা। পরে তিনি গণমাধ্যমকে বলেন, এ আসনে তার স্বামী (নিখোঁজ ইলিয়াস) নির্বাচন করতেন। সিলেট-২ আসনের জনগণ নিয়ে তার অনেক স্বপ্ন ছিল। এলাকার উন্নয়নে নিজেকে বিলিয়ে দিয়েছিলেন তিনি। এ মানুষটাকেই গুম করে রাখা হয়েছে। তাই তিনি স্বামীর আসনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, আবদুল্লাহ আল নোমান, আবদুল আউয়াল মিন্টু, অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, সেলিমা রহমান, আলতাফ হোসেন চৌধুরী, শাহজাহান ওমর, আহমেদ আজম খান, গাজীপুরের আবদুল মান্নান, চেয়ারপারসনের উপদেষ্টা কারাবন্দি মনিরুল হক চৌধুরী, ভিপি জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, ফজলুল হক মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, খালেদ মাহবুব শ্যামল, মোস্তাফিজুর রহমান বাবুল, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক, অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, ব্যারিস্টার কায়সার কামাল, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ও সাবেক কমিশনার আবুল বাশার, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েল, মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান, সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশীদ মামুন, সহ-সভাপতি ফেরদৌস মুন্না, তারিকুল ইসলাম টিটুসহ বিভিন্ন পর্যায়ের মনোনয়নপ্রত্যাশীরা গতকাল ফরম সংগ্রহ করেন।

নির্বাচনে ভোটগ্রহণের দিন পেছানোয় দলের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদানের সময় দুই দিন বাড়ানো হয়েছে। আগামী ১৬ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads