• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
দুই দলের মনোনয়নপত্র কিনেছেন ৭ নারী

মেহজাবিন বেবি, শাহিদা আক্তার রিতা, মারুফা আক্তার পপি, নিলুফার চৌধুরী, সাবিনা ইয়াসমিন, শাহিনা হোসাইন

ছবি : বাংলাদেশের খবর

রাজনীতি

দুই দলের মনোনয়নপত্র কিনেছেন ৭ নারী

জামালপুরে সরাসরি ভোটে অংশ নিতে

  • জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ নভেম্বর ২০১৮

জামালপুর থেকে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি ভোটে অংশ নিতে প্রধান দুই দল বিএনপি ও আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন সাত নারী। তারা বর্তমানে ঢাকায় অবস্থান করে নিজ নিজ দলীয় মনোনয়ন নিশ্চিতে জোর লবিং চালিয়ে যাচ্ছেন। ছুটছেন দলীয় কার্যালয়, হাই প্রোফাইল নেতাদের অফিস ও বাড়িতে। এদিকে সরাসরি ভোটের জন্য মনোনয়ন কেনা নারী প্রার্থীদের নিয়ে স্ব-স্ব নির্বাচনী এলাকার ভোটারদের মধ্যে চলছে আলোচনা। আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন জামালপুর-২ (ইসলামপুর) আসনে সংরক্ষিত আসনের সংসদ সদস্য মেহজাবিন খালেদ বেবী, জামালপুর-৫ (সদর) আসনে আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মারুফা আক্তার পপি, জামালপুর-২ (ইসলামপুর) আসনে জেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন, জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকসীগঞ্জ) আসনে বকসীগঞ্জ উপজেলা মহিলা লীগের সভাপতি সেলিনা বেগম ও জামালপুর-২ (ইসলামপুর) আসনে কেন্দ্রীয় কৃষক লীগের মহিলাবিষয়ক সম্পাদক হাসিনা বেগম।

বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকসীগঞ্জ) আসনে বিএনপির কেন্দ্রীয় সদস্য ও জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার রীতা এবং জামালপুর-৫ (সদর) আসনে সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সদস্য নিলোফার চৌধুরী মনি।

জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকসীগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন ফরম কিনেছেন শাহিদা আক্তার রিতা। তিনি বিএনপির কেন্দ্রীয় সদস্য ও জেলা মহিলা দলের সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন। সেই নির্বাচনে ভোটযুদ্ধে অংশ নিয়ে ৭৪ হাজারের বেশি ভোট পেলেও পরাজয় বরণ করতে হয় তাকে। সেই নির্বাচনে বিএনপির প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে পরাজিত প্রার্থীদের মধ্যে তিনি অন্যতম। জামালপুর-১ আসনে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের সংখ্যা বেশি। আর নারী ভোটারদের মধ্যে রিতার শক্ত অবস্থান রয়েছে। আসনটিতে বিএনপির অপর দুই প্রার্থী সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাতের দুর্নীতি-অনিয়ম, তারেক রহমানকে বিতর্কিত করার তকমা এবং চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক আইজিপি আবদুল কাইয়ুম দলীয় নেতাকর্মীদের কাছে টানতে না পারায় শাহিদা আক্তার রিতার এবারো মনোনয়ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি নির্বাচনী এলাকায় উঠান বৈঠক, গণসংযোগ ও সভা-সমাবেশ করে ভোটারদের মধ্যে আলোচনায় এসেছেন।

মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার প্রয়াত খালেদ মোশাররফের মেয়ে মেহজাবিন খালেদ বেবী। তিনি বর্তমানে জামালপুর সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি ভোটে অংশ নিতে জামালপুর-২ (ইসলামপুর) আসন থেকে নৌকার টিকেট পেতে দলীয় মনোনয়ন ফরম কিনেছেন। তিনি নির্বাচনের প্রস্তুতি নিতে নির্বাচনী এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ড, উঠান বৈঠক, গণসংযোগ, সভা-সমাবেশ করে আলোচনায় এসেছেন। দশম জাতীয় সংসদে দায়িত্ব পালন করেছেন প্যানেল স্পিকারের। এবার জামালপুর-২ আসনে নৌকা প্রতীকে মেহজাবিন খালেদ বেবীর টিকেট পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে দাবি করেছেন তার সমর্থকরা।

মারুফা আক্তার পপি কেন্দ্রীয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি থাকাকালে ছাত্র রাজনীতিতে দাপিয়ে বেড়ান। ফলে সে সময় ‘তরুণ অগ্নিকন্যা’ হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন তিনি। বর্তমানে আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য এই নেত্রীর জামালপুর-৫ (সদর) আসনে দলীয় মনোনয়ন পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে তার সমর্থকরা জানিয়েছেন।

সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি টেলিভিশন দর্শকদের কাছে ব্যাপক পরিচিত। সরাসরি ভোটে অংশ নেওয়ার প্রত্যাশায় তিনি এবার জামালপুর-৫ (সদর) আসনে বিএনপি থেকে দলীয় মনোনয়ন ফরম কিনেছেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাত নারীপ্রার্থী পুরুষ প্রার্থীদের পাশাপাশি সরাসরি ভোটযুদ্ধের প্রত্যয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করায় ভোটারদের চায়ের কাপে ঝড় উঠেছে নানা আলোচনায়। কার ভাগ্যে জুটবে মনোনয়ন তার প্রতীক্ষায় ভোটাররা।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads