• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
‘সরকার ও ইসি ঐক্যফ্রন্টকে নির্বাচনের বাইরে রাখতে চায়’

ঐক্যফ্রন্টের নেতারা

ছবি : সংগৃহীত

রাজনীতি

‘সরকার ও ইসি ঐক্যফ্রন্টকে নির্বাচনের বাইরে রাখতে চায়’

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৬ নভেম্বর ২০১৮

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন এক মাস পিছিয়ে দেওয়ার যে দাবি জাতীয় ঐক্যফ্রন্ট করেছিল তা নাকচ করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ফ্রন্টের দাবি নাকচ করে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে ফ্রন্টের নেতা ও গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী গতকাল বাংলাদেশের খবরকে বলেন, ইসি ফ্রন্টের কথা শুনল না। ইসি শুনল সরকারের কথা। তার মানে ইসি সরকারের বশংবদ। সরকার ও ইসি যৌথভাবে ফ্রন্টকে নির্বাচন থেকে দূরে রাখতে চায়। কিন্তু তারা যতই ফ্রন্টকে নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা করুক না কেন, ফ্রন্ট নির্বাচন থেকে সরে যাবে না। তাদেরকে ফাঁকা মাঠে গোল দিতে দেবে না। নির্বাচনে থেকে ইসি ও সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে থাকবে ফ্রন্ট। জনগণ ভোটের মাধ্যমে এর জবাব দেবে।

তিনি বলেন, ফ্রন্ট নির্বাচন পেছানোর জন্য ইসিতে যাবে এমন খবর পেয়ে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল তাৎক্ষণিকভাবে ইসিতে ছুটে যায়। তারা নির্বাচন না পেছানোর জন্য ইসিকে অনুরোধ করে। শেষ পর্যন্ত ইসিও সরকারের পক্ষ নিয়ে নির্বাচন না পেছানোর সিদ্ধান্ত নিয়েছে।  

গতকাল দুপুরে ফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের মতিঝিলের আইনি চেম্বারে বৈঠক করেন ফ্রন্ট নেতারা। বৈঠক শেষে মান্না উপস্থিত সাংবাদিকদের বলেন, ইসি সরকারের পক্ষ নিয়েছে। তাই গত বুধবার ইসির সঙ্গে বৈঠক করে ফ্রন্টের পক্ষ থেকে নির্বাচন এক মাস পেছানোর জন্য অনুরোধ জানান তারা। কিন্তু ইসি গতকাল বৃহস্পতিবার বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে তারা নির্বাচন পেছাবে না। এর মাধ্যমে তারা সরকারের প্রতিনিধিদলের কথা শুনল। মানে সরকারের কথা শুনল।

ফ্রন্টের নেতা ও গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু গতকাল রাতে বাংলাদেশের খবরকে বলেন, ফ্রন্টের স্টিয়ারিং কমিটির নেতারা নিজেদের মধ্যে বৈঠক করে পরবর্তী করণীয় ঠিক করবেন। ইসি তাদের দাবি নাকচ করে দিলেও নির্বাচন পেছানোর দাবি থেকে তারা সরে যাবেন না।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads