• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
আ.লীগের কাছে ১০ আসন চায় সম্মিলিত ইসলামী ঐক্যজোট

লোগো  ইসলামী ঐক্যজোট

রাজনীতি

আ.লীগের কাছে ১০ আসন চায় সম্মিলিত ইসলামী ঐক্যজোট

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৭ নভেম্বর ২০১৮

ক্ষমতাসীন আওয়ামী লীগের কাছে ১০টি আসন চেয়েছে সম্মিলিত ইসলামী ঐক্যজোট। গতকাল শুক্রবার জোটের পক্ষ থেকে ১০টি আসন চেয়ে প্রস্তাব করা হলেও তাদের কোনো সিদ্ধান্ত জানায়নি আওয়ামী লীগ।

সাতটি দল নিয়ে ১৩ দিন আগে গত ৩ নভেম্বর বাংলাদেশ খেলাফত আন্দোলনের (একাংশ) আমির মাওলানা জাফরুল্লাহ খানের নেতৃত্বে এ জোট গঠিত হয়। পরে আরো দুটি দল এ জোটে যুক্ত হয়। জোটের দলগুলো অনিবন্ধিত হলেও আওয়ামী লীগের আনুকূল্য নিয়ে ক্ষমতায় যেতে তৎপর এ জোটের নেতারা।

সম্মিলিত ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের (একাংশ) আমির মাওলানা জাফরুল্লাহ খান। তিনিই একই সঙ্গে হেফাজতে ইসলামেরও শীর্ষ নেতা। গতকাল জাফরুল্লাহ খানের নেতৃত্বে পাঁচ সদস্যদের প্রতিনিধি দল ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে যান। সেখানে তারা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে নৌকা প্রতীকে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে জোটের ১০ নেতার জন্য ১০টি আসন দেওয়ার প্রস্তাব দেন। যদিও আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়, তাদের প্রস্তাব আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার কাছে পাঠানো হবে। প্রয়োজনে পরবর্তী সময়ে ফের বৈঠকে করে সিদ্ধান্ত জানানো হবে।

এ প্রসঙ্গে সম্মিলিত ইসলামী ঐক্যজোটের মহাসচিব ও ইসলামিক মুভমেন্ট বাংলাদেশের চেয়ারম্যান খায়রুল আহসান গণমাধ্যমকে বলেন, ‘নির্বাচনে অংশগ্রহণ করতে আমরা প্রস্তুত। আমরা নৌকা প্রতীকে ভোট করতে আগ্রহের কথা আওয়ামী লীগকে জানিয়েছি। তারা আশ্বাস দিয়েছেন। তারা আমাদের সঙ্গে আবারো বসবেন বলে জানিয়েছেন।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads