• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু

লোগো বিএনপি

রাজনীতি

বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৮ নভেম্বর ২০১৮

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির মনোনয়নপ্রত্যাশী যারা মনোনয়ন আবেদন ফরম পূরণ করে দলীয় প্রধান কার্যালয়ে জমা দিয়েছেন তাদের সাক্ষাৎকার চলছে।

আজ রোববার সকাল সাড়ে ৯টা থেকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎকার গ্রহণ শুরু হয়েছে।

প্রথম দিন সকাল ৯টা থেকে বেলা দেড়টা পর্যন্ত রংপুর বিভাগ এবং দুপুর আড়াইটা থেকে রাজশাহী বিভাগের সাক্ষাৎকার হবে। সাক্ষাৎকার নেবে দলের পার্লামেন্ট বোর্ড। স্থায়ী কমিটির সদস্যরাই হচ্ছেন এ বোর্ডের সদস্য।

নির্ধারিত সময়সূচী অনুযায়ী, সোমবার (১৯ নভেম্বর) সকাল ৯টা থেকে দেড়টা পর্যন্ত হবে বরিশাল বিভাগের সাক্ষাৎকার, দুপুর আড়াইটায় খুলনা বিভাগের সাক্ষাৎকার।

মঙ্গলবার (২০ নভেম্বর) সকাল ৯টা থেকে আড়াইটা পর্যন্ত চট্টগ্রাম বিভাগের সাক্ষাৎকার, দুপুর আড়াইটা থেকে কুমিল্লা ও সিলেট বিভাগ।
বুধবার (২১ নভেম্বর) সকাল ৯টা থেকে আড়াইটা পর্যন্ত ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের সাক্ষাৎকার, দুপুর আড়াইটা থেকে ঢাকা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, বিএনপি মনোনয়ন ফরম বিক্রি করেছে ৫ হাজার টাকায়। জমা দেওয়ার সময়ে ফরমের সঙ্গে ২৫ হাজার টাকা জামানত হিসেবে দিতে হয় মনোনয়নপ্রত্যাশীদের। সব মিলিয়ে ৪ হাজার ৫৮০টি মনোনয়ন ফরম বিক্রি করেছে বিএনপি। তা থেকে বিএনপি আয় হয়েছে ২ কোটি ২৯ লাখ টাকা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads