• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
গণফোরামে যোগ দিলেন সাবেক ১০ সেনা কর্মকর্তা

গণফোরামে যোগ দিলেন সাবেক ১০ সেনা কর্মকর্তা

সংগৃহীত ছবি

রাজনীতি

নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ

গণফোরামে যোগ দিলেন সাবেক ১০ সেনা কর্মকর্তা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২০ নভেম্বর ২০১৮

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের সঙ্গে সাক্ষাৎ করে গণফোরামে যোগ দিলেন সাবেক ১০ সেনা কর্মকর্তা। গণফোরামে যোগ দিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের হয়ে নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন তারা। গতকাল বিকালে মতিঝিলে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের চেম্বারে এক অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগদান করেন।

যোগদান করা সাবেক সেনা কর্মকর্তারা হলেন মুক্তিযোদ্ধা লে. ক. (অব.) খন্দকার ফরিদুল আকবর, লে. ক. (অব.) শেখ আকরাম আলি,লে. ক. (অব.) মোহাম্মদ শহিদুল্লাহ, মেজর (অব.) মাসুদুল হাসান পিএইচডি, মেজর (অব.) মো. ইমরান, মেজর (অব.) মো. বদরুল আলম সিদ্দিক, স্কোয়াড্রন লিডার (অব.) ফোরকান আলম খান, লে. ক. (অব.) এ এফ এম নুরুদ্দিন, স্কোয়াড্রন লিডার (অব.) মো. হাবিব উল্লাহ ও স্কোয়াড্রন লিডার (অব.) মো. মাহমুদ। গণফোরামে যোগদান করা নেতারা আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারেও প্রত্যয় ব্যক্ত করেন।

ড. কামাল হোসেনের কাছে ফুলের তোড়া তুলে দিয়ে ঐক্যফ্রন্টে যোগ দেওয়ার পর অবসরপ্রাপ্ত লে. ক. খন্দকার ফরিদুল আকবর বলেন, ‘আমরা সবাই অবসরপ্রাপ্ত কর্মকর্তা। দেশের এই ক্রান্তিকালে ড. কামাল হোসেনের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ঐক্যবদ্ধ হয়েছি। ড. কামাল হোসেনের নেতৃত্বে বাংলাদেশ উচ্চমধ্যম আয়ের দেশে পরিণত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

যোগদান অনুষ্ঠানে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন দলটির নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মফিজুল ইসলাম খান কামাল, আ অ ম শফিকউল্লাহ, জগলুল হায়দার আফ্রিক প্রমুখ। যোগদান অনুষ্ঠানে গণফোরামের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, ‘১০ জন সাবেক সামরিক কর্মকর্তা গণফোরামের মাধ্যমে ফ্রন্টে যোগ দিয়েছেন। আমরা একটি লড়াই সংগ্রামের মধ্যে আছি। এ দশজন আমাদের সঙ্গে লড়াইয়ে অবতীর্ণ হবেন। বিশেষ করে জাতীয় ঐক্যফ্রন্টের মাধ্যমে শুভ পরিবর্তনের লক্ষ্যে আমরা ৩০ ডিসেম্বর নির্বাচনে যাচ্ছি। বাংলাদেশের জন্য ওই দিনটি চ্যালেঞ্জের।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads