• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
এরশাদের বিপরীতে আ.লীগের ৯ প্রার্থী

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ

সংরক্ষিত ছবি

রাজনীতি

রংপুর-৩ আসন

এরশাদের বিপরীতে আ.লীগের ৯ প্রার্থী

  • রংপুর ব্যুরো
  • প্রকাশিত ২০ নভেম্বর ২০১৮

রংপুর-৩ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে মনোনয়ন প্রতিযোগিতায় নেমেছেন আওয়ামী লীগের ৯ প্রার্থী। যদিও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পাওয়া আওয়ামী লীগের প্রার্থীর তালিকার মধ্যে রংপুর-৩ আসনে কেউ নেই। তবু হাল ছাড়তে নারাজ তারা। এরই মধ্যে তারা দলীয় মনোনয়নপত্র উত্তোলন এবং জমা দিয়েছেন। নির্বাচনী পরিসংখ্যান বলছে, ১৯৯৬ সালের নির্বাচনের পর থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ এমপি নির্বাচিত হয়ে আসছেন। এ ছাড়া তার স্ত্রী রওশন এরশাদ, ভাই জিএম কাদের উপনির্বাচনে এমপি নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে এ আসনের এমপি এরশাদ।

আসন্ন একাদশ সংসদ নির্বাচনে এরশাদ রংপুর-৩ আসনে প্রার্থী হয়েছেন। গত রোববার বিকালে তার পক্ষে দলের রংপুর মহানগর সভাপতি ও সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা মনোনয়নপত্র কিনেছেন। 

অন্যদিকে, এ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য চৌধুরী খালেকুজ্জামান এবার অনেক আগে থেকে দলীয় মনোনয়ন পাওয়ার জন্য বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন। এর আগে একাধিকবার রংপুর-৩ (সদর) আসনে আওয়ামী লীগ তাকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছিলেন, কিন্তু মহাজোটের স্বার্থে প্রত্যাহার করে নিতে হয়েছে।

অপর মনোনয়প্রত্যাশীরা হলেন— জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহাম্মেদ, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক, সাবেক মহিলা আওয়ামী লীগের সম্পাদক রোজি রহমান, জেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক লতিফা শওকত, রংপুর সদর উপজেলা চেয়ারম্যান ও যুব মহিলা লীগের জেলা সাধারণ সম্পাদক নাসিমা জামান ববি, সংরক্ষিত নারী সংসদ সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম, রংপুর মেট্রোপলিটান চেম্বার অব কর্মাসের প্রেসিডেন্ট মহানগর আওয়ামী লীগ নেতা রেজাউল ইসলাম মিলন ও জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক তৌহিদুর রহমান টুটুল।

এদিকে বিএনপি থেকে মহানগর সভাপতি মোজাফফর হোসেন ও সহসভাপতি কাওছার জামান বাবলা প্রার্থী হওয়ার জন্য লবিং করছেন বলে জানা গেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads