• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
জাতীয় পার্টির প্রার্থী হতে চান জাকির পাটওয়ারী

মো. জাকির হোসেন পাটওয়ারী

ছবি : বাংলাদেশের খবর

রাজনীতি

লক্ষ্মীপুর-১ আসন

জাতীয় পার্টির প্রার্থী হতে চান জাকির পাটওয়ারী

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২১ নভেম্বর ২০১৮

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হতে চান বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী ও আল-মদিনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসেন পাটওয়ারী। এ আসন থেকে জাপার আরো তিনজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। শিল্পপতি জাকির হোসেন মনোনয়নপত্র সংগ্রহ করায় জাতীয় পার্টি ছাড়াও এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা ও উৎফুল্লতা দেখা দিয়েছে।

জানা যায়, জাকির হোসেন পাটওয়ারী সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন না। রাজনীতি না করলেও এলাকায় নিজ খরচে হোটাটিয়া উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠা ও পরিচালনা করা ছাড়াও সরসোই, শিংবাইশ, বারঘোরিয়া, আশারকোটা, পানিওয়ালাসহ অন্যান্য এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অনুদান দিয়ে আসছেন। এ ছাড়াও এলাকার যেকোনো উন্নয়নমূলক কাজে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অনুদান দিয়ে আসছেন। ঢাকায় গড়ে তুলেছেন অনেক উৎপাদনমুখী শিল্প প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানে চাকরি হয়েছে এলাকার হাজার হাজার বেকার যুবকের।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, জাকির হোসেন পাটওয়ারীর মতো একজন তরুণ, সৎ ও নিষ্ঠাবান লোক নির্বাচনে এলে এলাকার মানুষ সাদরে গ্রহণ করবে এবং এলাকায় উন্নয়নের ধারা সৃষ্টি হবে।

মনোনয়ন ফরম সংগ্রহ করা প্রসঙ্গে জাকির হোসেন পাটওয়ারী বলেন, আমি সক্রিয় রাজনীতি না করলেও দীর্ঘদিন থেকে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের জাতীয় পার্টির কর্মকাণ্ড অনুসরণ করে আসছি। মহাজোটের সঙ্গে জাতীয় পার্টি একত্রিত হয়ে নির্বাচনের সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই। মূলত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ সরকারের উন্নয়নমুখী রাজনীতিকে আমি পছন্দ করি এবং জাতীয় পাটির শীর্ষ নেতাদের নির্দেশে রামগঞ্জ আসন থেকে ফরম সংগ্রহ করেছি।

তিনি বলেন, যেহেতু জাতীয় পার্টি মহাজোটের সঙ্গে আছে সে জন্য আমার দল এ আসনটি প্রধানমন্ত্রীর কাছে দাবি করতে পারবে। মহাজোটের পক্ষ থেকে মনোনয়ন পেলে আওয়ামী লীগসহ মহাজোটের সবাইকে একত্রিত করে লাঙ্গলের জয় সুনিশ্চিত করতে পারব ইনশাআল্লাহ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads