• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
বাম জোটের ১১৫ আসনে প্রার্থী চূড়ান্ত

লোগো বাম গণতান্ত্রিক জোট

রাজনীতি

বাম জোটের ১১৫ আসনে প্রার্থী চূড়ান্ত

  • কামাল মোশারেফ
  • প্রকাশিত ২৪ নভেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১৫ আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বাম গণতান্ত্রিক জোট। এই জোটের নিবন্ধিত তিনটি দলের যেকোনো একটি দলের প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রার্থীরা। বাম গণতান্ত্রিক জোট ইতোমধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পুরোদমে কার্যক্রম শুরু করে দিয়েছে। গত ১৮ জুলাই এই জোট আত্মপ্রকাশ করে। এই জোটে আটটি রাজনৈতিক দল। জোটে আছে সিপিবি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) খালেকুজ্জামান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, ইউনাইটেড কমিউনিস্ট লীগ, সমাজতান্ত্রিক আন্দোলন, গণসংহতি আন্দোলন ও বাসদ (মার্কসবাদী)। এর মধ্যে জোটে নিবন্ধিত দল সিপিবি, বাসদ ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।

এ দলগুলো গত দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়নি। এবারের নির্বাচনে জোটগতভাবে অংশ নেবে দলগুলো। জোটগতভাবে ১১৫টি আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে এই জোট। ইতোমধ্যে এসব আসনে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ ছাড়া আরো ৬০ থেকে ৭০টি আসনে একাধিক প্রার্থী রয়েছে। ওই আসনগুলোতে একক প্রার্থী দেওয়ার বিষয় নিয়ে আজ শনিবার জোটের বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বৈঠকের পর জোটগতভাবে নির্বাচনী ইশতেহার ঘোষণা করার তারিখও চূড়ান্ত করা হবে।

সূত্র জানায়, বামপন্থি এই জোটের নিবন্ধিত তিনটি দল সিপিবির কাস্তে, বাসদের মই এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কোদাল মার্কায় নির্বাচন করতে পারেন। এ ছাড়া অনিবন্ধিত দলগুলো মই, কাস্তে ও কোদাল যেকোনো একটি প্রতীকে জোটগত নির্বাচনে অংশগ্রহণ করবে।

এ প্রসঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক সাইফুল হক বলেন, আমরা জোটগতভাবে নির্বাচনে অংশ নিচ্ছি। আমাদের জোটে আটটি দল রয়েছে। এর মধ্যে তিনটি দলের নিবন্ধন আছে। বাকি পাঁচটি দলের কোনো নিবন্ধন নেই। এসব দলের মধ্যে বাসদ (মার্কসবাদী) আমাদের প্রতীক নিয়ে নির্বাচনে লড়বে। ইউনাইটেড কমিউনিস্ট লীগ আমাদের প্রতীক এবং কাস্তে প্রতীকে লড়বে। এ ছাড়া গণসংহতি আন্দোলন এবং গণতান্ত্রিক বিপ্লবী পার্টি কোন প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, তারা দলীয় ফোরামে আলোচনা করে আজকালের মধ্যে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানান সাইফুল হক।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads