• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
আ.লীগ প্রার্থী প্রচারণায়, বিএনপি প্রার্থীর লাশ বুড়িগঙ্গায়

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লা বুলু

রাজনীতি

সংবাদ সম্মেলনে বরকত উল্লা বুলু

আ.লীগ প্রার্থী প্রচারণায়, বিএনপি প্রার্থীর লাশ বুড়িগঙ্গায়

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৪ নভেম্বর ২০১৮

বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয় ঐক্যফ্রন্টের লিয়াজোঁ কমিটির প্রধান বরকত উল্লা বুলু বলেছেন, আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা নির্বাচনী এলাকায় প্রচারণা চালাচ্ছে আর বিএনপির মনোনয়নপ্রত্যাশীর লাশ মেলে বুড়িগঙ্গায়। নির্বাচন কমিশন (ইসি) এখনো ২০ শতাংশ নিরপেক্ষ হতে পারেনি। গতকাল রাজধানীর মতিঝিলে ঐক্যফ্রন্টের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত ফ্রন্টের লিয়াজোঁ কমিটির বৈঠকের পর সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বুলু বলেন, তফসিল ঘোষণার পরও নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। ভৈরবে নির্বাচনী জনসভা করছেন প্রয়াত রাষ্ট্রপতির ছেলে নাজমুল হাসান পাপন। আর ওই আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী শরিফুল আলম এলাকায় যেতে পারছেন না। এলাকাছাড়া হয়ে এদিক-সেদিক ঘুরছেন।

তিনি বলেন, প্রশাসনের দলবাজ কর্মকর্তা প্রত্যাহারের বিষয়ে ইসি ও পুলিশের বক্তব্য দ্বিমুখী। পুলিশ ও প্রশাসনের ওপর ক্ষমতা প্রয়োগ করতে পারছে না ইসি। আওয়ামী লীগ আচরণবিধি লঙ্ঘন করলেও ইসি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না।

‘নমিনেশনপত্র তুলতে এসে যশোরের বিএনপি নেতা খুন হয়েছেন’— এমন অভিযোগ করে বিএনপির এই মুখপাত্র বলেন, গত রোববার রাতে হোটেল থেকে তাকে তুলে নিয়ে গিয়েছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ বিষয়ে ইসিকে অবহিত করার পরও তারা কোনো ব্যবস্থা নিতে পারেনি। বিএনপি ইসির কাছ থেকে কোনো প্রতিকার পায়নি। শেষ পর্যন্ত তার লাশ বুড়িগঙ্গায় পাওয়া গেছে।

বুলু বলেন, শিগগিরই দেশের প্রতিটি জেলায় জাতীয় ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটি গঠন করা হবে। এ লক্ষ্যে কেন্দ্রীয় সমন্বয় কমিটির পক্ষ থেকে জেলায় জেলায় চিঠি দেওয়া হয়েছে।

নির্বাচনে আসন ভাগাভাগি ও মনোনয়নের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি জানিয়ে তিনি বলেন, এসব দায়িত্ব ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির। মনোনীতরা নির্বাচনের সময় জেলে থাকলে সেখান থেকেই তারা নির্বাচনে অংশ নেবেন। তবে বিকল্প প্রার্থীও হাতে রেখেছে জাতীয় ঐক্যফ্রন্ট।

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনকে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, হাইকোর্ট থেকে ডিভিশন নেওয়ার পরও তাকে গ্রেফতার করেছে পুলিশ। অথচ এতদিন তাদের কোনো তৎপরতা ছিল না। নির্বাচন থেকে বিএনপি নেতাদের দূরে রাখতে এসব গণগ্রেফতার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

ঐক্যফ্রন্টের নির্বাচনী ইশতেহার বিষয়ে এক প্রশ্নের জবাবে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, চার-পাঁচ দিনের মধ্যে ঐক্যফ্রন্টের নির্বাচনী ইশতেহার পাবেন। শনিবারও ইশতেহার কমিটির বৈঠক আছে।

বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য হাবিবুর রহমান হাবিব, আবদুস সালাম, জাতীয় ঐক্যফ্রন্টের নেতা শহীদুল্লাহ কায়সার, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, মনিরুল হক চৌধুরী প্রমুখ।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads