• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯
আ.লীগ সরকার গঠন করলে বেকারত্ব থাকবে না : মেজর রফিক

চাঁদপুর রিটার্ণিং কর্মকর্তা ও জেলাপ্রশাসক মো. মাজেদুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দিচ্ছেন চাঁদপুর-৫ আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি

ছবি : বাংলাদেশের খবর

রাজনীতি

আ.লীগ সরকার গঠন করলে বেকারত্ব থাকবে না : মেজর রফিক

  • মহিউদ্দিন আল আজাদ, চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ২৭ নভেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকা থেকে আওয়ামীলীগের নৌকা প্রতীকের মনোনিত প্রার্থী মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, ৩বারের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম (এমপি) জেলা রিটার্ণিং কর্মকর্তা ও জেলা প্রশাসকে মো. মাজেদুর রহমান খানের কার্যালয়ে উৎসব মূখর পরিবেশে মনোনয়পত্র জমা দিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক শওকত ওসমান, শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফরিদউল্ল্যাহ চৌধুরী, হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গাজী মো. মাঈনুদ্দিন, শাহরাস্তি পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল লতিফ মিয়া, উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. ইলিয়াছ মিন্টু।

মনোনয়নপত্র জমা দেয়া শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, আওয়ামীলীগ পুনরায় সরকার গঠন করলে আধুনিক শিক্ষা ও বেকারত্ম দূর করবে। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে আধুনিক শিক্ষা ও বেকারত্ব দূর করণের উপর জোর দিয়েছেন।

তিনি বলেন, গত নির্বাচনে আমার দেয়া প্রতিশ্রুতির ৯০ ভাগই আমি সমাপ্ত করেছি। বিশেষ করে হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলার প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ দেয়া হয়েছে। এ দু’টি উপজেলা এখন শতভাগ বিদ্যুতায়িত উপজেলা, রাস্তা-ঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসার প্রচুর ভবন করা হয়েছে। কিছু দিন পূর্বে ১৩০ কোটি টাকা ব্যয়ে ৩টি রাস্তার কাজের পূণ:নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। অল্প কিছু দিনের মধ্যে এর কাজ শেষ হবে। জনগন এর সুফল পাবে।

তিনি বলেন, আমি হাজীগঞ্জ-শাহরাস্তিতে আওয়ামীলীগের সকল নেতা-কর্মীদের নিয়েই নৌকাকে বিজয়ের জন্য কাজ করবো।

তিনি বলেন, আমরা কখনোই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ের পক্ষে ছিলামনা। সরকার মাঠে নির্বাচনের পরিবেশ তৈরী করেছিল, তারা নির্বাচনে আসেনি। এটাতো আর আমাদের দোষ নয়।

এক প্রশ্নের জবাবে সাবেক এ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইনশাআল্লাহ আমি বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে। জনগন উৎসব মূখর পরিবেশে ভোট দেবে। আমি হাজীগঞ্জ-শাহরাস্তিবাসির উন্নয়নে কাজ করেছি। জনগন অবশ্যই নৌকা মার্কায় ভোট দেবে।

এর পূর্বে দুপর ৩টায় মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম শাহরাস্তি থেকে চাঁদপুরে রিটার্ণিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেয়ার উদ্দেশ্যে রওয়ানা দেন। এ সময় তার সাথে ছিলেন জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুন, আওয়ামীলীগ নেতা অ্যাড. আহসান হাবিব, জেলা পরিষদের সদস্য আলহাজ্ব জসিম উদ্দিন, শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা চৌধুরী, প্রচার সম্পাদক জেড এম আনোয়ার, উপজেলা যুবলীগের আহবায়ক আহসান মঞ্জুরুল জুয়েল, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমদাদুল হক মিলন ও হাজীগঞ্জ শহর ছাত্রলীগের সাধারন সম্পাদক মেহেদী হাছান রাব্বি প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads