• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
আ.লীগের মনোনয়ন পেলেন যেসব তারকারা

অভিনেতা আসাদুজ্জামান নূর, চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক, বাংলাদেশ ক্রিকেট দলের তারকা মাশরাফি বিন মুর্তজা, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়, সাবেক ফুটবল তারকা আবদুস সালাম মুর্শেদী ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম।

সংগৃহীত ছবি

রাজনীতি

আ.লীগের মনোনয়ন পেলেন যেসব তারকারা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৭ নভেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী তারকারা।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেশ কয়েকজন রুপালি ও টিভিপর্দার তারকা মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তাদেরমধ্যে থেকে অন্তত ১০ জন তারকা মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। তবে শেষ পর্যন্ত এ মনোনয়ন দৌড়ে জয়ী হয়েছেন ছয়জন।

আ'লীগ থেকে নৌকার টিকিট পেয়েছেন যেসব তারকা : অভিনেতা আসাদুজ্জামান নূর, চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক, বাংলাদেশ ক্রিকেট দলের তারকা মাশরাফি বিন মুর্তজা, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়, সাবেক ফুটবল তারকা আবদুস সালাম মুর্শেদী ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম।

নড়াইল এক্সপ্রেসখ্যাত মাশরাফি বিন মুর্তজার মনোনয়ন পাওয়া অনেকটা নিশ্চিত হিসেবে ধরে নিয়েছিলেন অনেকে। মনোনয়ন পাওয়ার পর ফেসবুকে নিজের অনুভূতির কথা জানান মাশরাফি লিখেছেন, ‘আমি স্বপ্ন দেখি-আমার এলাকার মানুষ সমৃদ্ধির পথে আরেক ধাপ এগিয়ে যাক। আলো ছড়িয়ে পড়ুক নড়াইলবাসীর ওপর। আমি চাই সমৃদ্ধ নড়াইল। সেই পথে আমার যত কষ্টই হোক, আমি থাকব আমার প্রিয় নড়াইলবাসীর পাশে।’

সাবেক ক্রিকেটার নাঈমুর রহমান দুর্জয় মানিকগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন। বর্তমানে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক।

খুলনা-৪ আসন থেকে মনোনয়ন পেয়েছেন সাবেক ফুটবল তারকা সালাম মুর্শেদী।

নীলফামারী-২ আসন থেকে এবারও মনোনয়ন পেয়েছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি একই আসন থেকে ২০০১, ২০০৮ ও ২০১৪ সালে নির্বাচিত সংসদ সদস্য।

ঢাকা-১৭ আসনে নৌকার টিকিট পেয়েছেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক। অবশ্য তিনি গাজীপুর-৫ থেকে মনোয়ন ফরম কিনেছিলেন। তবে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে ঢাকা-১৭ আসনের জন্য মনোনীত করা হয়েছে।

মানিকগঞ্জ-২ আসনে থেকে সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম মনোনয়ন নিশ্চিত করেন। মনোনয়ন চিঠি পেয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘বিগত সময়ে আমি নিজ এলাকায় অনেক উন্নয়ন করেছি। আগামীতেও এ উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করার জন্য জনগণ আমাকে ভোট দিয়ে জয়ী করবে।’

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads