• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
এরশাদ ফের সিএমএইচে

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ

সংরক্ষিত ছবি

রাজনীতি

এরশাদ ফের সিএমএইচে

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৮ নভেম্বর ২০১৮

‘অসুস্থতার কারণে’ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে আবারো ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে এরশাদকে সিএমএইচে নিয়ে যাওয়া হয় বলে জানান তার প্রেস সেক্রেটারি ও দলের প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়। তবে ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলওয়ার জালালী জানান, পার্টি চেয়ারম্যান গত সোমবার দুপুরের দিকে অসুস্থ বোধ করলে নিয়মিত চেকআপের অংশ হিসেবে সিএমএইচে যান। তিনি এখন সেখানেই আছেন।

এদিকে, এরশাদ আবারো ‘অসুস্থ’ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে রাজনীতির অঙ্গনে।

সুনীল শুভ রায় বলেন, হাঁটুব্যথাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন জাপা চেয়ারম্যান। তিনি আরো বলেন, স্বাস্থ্য পরীক্ষার জন্য আমাদের চেয়ারম্যানকে সিঙ্গাপুরে নেওয়া প্রয়োজন। কিন্তু সংসদ নির্বাচনের কারণে তিনি যেতে পারছেন না। তাই তাকে সিএমএইচে ভর্তি করা হয়েছে।

খন্দকার দেলওয়ার জালালী বলেন, ‘নিয়মিত চেকআপের জন্য এই মাসে সিঙ্গাপুর যাওয়ার কথা আগে থেকেই রয়েছে। তবে আজ নাকি কয়েক দিন পর, সেটা এখনো নিশ্চিত নয়। তিনি ছোটখাট কিছু হলেই চিকিৎসকের শরণাপন্ন হন। সে কারণে তার সিঙ্গাপুর যাওয়ার শিডিউল রয়েছে এই মাসেই।’

অন্যদিকে, নির্বাচন উপলক্ষে দলের মনোনয়ন চূড়ান্ত করার আগে এরশাদের আবারো অসুস্থ হওয়া নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে। এরশাদ হাসপাতালে। সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদও অসুস্থতার কারণে বাসায় বিশ্রামে। মহাসচিব রুহুল আমিন হাওলাদার নির্বাচনী এলাকায়। সোমবার বিকালে বেরিয়ে যাওয়ার পর আর তিনি বনানী কার্যালয়ে আসেননি। অন্য শীর্ষ নেতারা মনোনয়নপত্র দাখিলের জন্য এলাকায় অবস্থান করছেন। কিন্তু এখনো কিছু মনোনয়নপ্রত্যাশী পার্টির বনানী কার্যালয়ে ও দলের মহাসচিবের বাসায় ধরনা দিচ্ছেন। এ পরিস্থিতিতে তাদের সিদ্ধান্ত দেওয়ার মতো কেউ নেই। মনোনয়ন দেওয়া হবে কি না সে বিষয়টি তাদের কাছে পরিষ্কার না হওয়ায় হতাশায় রয়েছেন তারা। এর আগে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠানে এরশাদ বলেছিলেন, জাতীয় পার্টি থেকে কে প্রার্থী হবেন আমিই ঠিক করে দেব। কিন্তু নির্ধারিত দিন তার পরিবর্তে দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার দলীয় নেতাদের কাছে মনোনয়নপত্র বিতরণ করছেন। আসন ভাগাভাগি নিয়ে কয়েক দিন ধরে আওয়ামী লীগের সঙ্গে আলোচনায় কোনো সিদ্ধান্ত না আসায় জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে প্রচণ্ড হতাশা দেখা দেয়। সোমবার সংবাদ সম্মেলন করে বলেন, আসন্ন নির্বাচনে ২০০ আসনে প্রার্থী দেবে জাপা। এই পরিস্থিতিতে সিএমএইচে ভর্তি হলেন এইচএম এরশাদ। ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের আগেও সিএমএইচে ভর্তি করা হয় এরশাদকে। আর সুস্থ হয়ে ফিরে ছিলেন নির্বাচনের পর, ১২ জানুয়ারি।

এর আগে গত ১৬ নভেম্বর স্বাস্থ্য পরীক্ষার জন্য সিএমএইচে ভর্তি হয়েছিলেন এরশাদ। এরশাদ আগে থেকেই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন। তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে রুটিন চেকআপ করতেন।

তফসিল অনুযায়ী, আগামী ৩০ ডিসেম্বর আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads