• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
১৪-দলীয় জোটের শরিকরা পেল ১৩ আসন

লোগো ১৪-দলীয় জোট

রাজনীতি

১৪-দলীয় জোটের শরিকরা পেল ১৩ আসন

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৮ নভেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের শরিকদের গতকাল মঙ্গলবার পর্যন্ত ১৩টি সংসদীয় আসনে ছাড় দেওয়া হয়েছে। আসনগুলোর মধ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-ইনু) তিনটি, জাসদ (আম্বিয়া) দুটি, ওয়ার্কার্স পার্টি পাঁচটি, জেপি (মঞ্জু) একটি ও তরিকত ফেডারেশন দুটি পেয়েছে।

চট্টগ্রাম-২ আসনে তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী ও লক্ষ্মীপুর-১ আসনে আনোয়ার খান চিঠি নিয়েছেন। এ প্রসঙ্গে সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী জানান, আমরা দুটি আসনে মনোনয়নের চিঠি পেয়েছি। ১৪ দলের শরিকদের সবাই নৌকা প্রতীক নিয়ে আগামী নির্বাচনে অংশ নেবে। আমরা সেভাবে নির্বাচনের প্রস্তুতি নিয়েছি। 

জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া নড়াইল-১ আসনে ও চট্টগ্রাম-৮ আসনে দলটির কার্যনির্বাহী সভাপতি মাঈনুদ্দিন খান বাদলের পক্ষে তার স্ত্রী সেলিনা খান গতকাল চিঠি নিয়েছেন। আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার কাছ থেকে তারা মনোনয়নের এ চিঠি নেন। এ প্রসঙ্গে শরীফ নুরুল আম্বিয়া জানান, নড়াইল-১ ও চট্টগ্রাম-৮ আসনে মনোনয়নের চিঠি পেয়েছি। আরো একটি আসনে মনোনয়ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করব।

নড়াইল-১ আসনে আওয়ামী লীগের বর্তমান এমপি কবিরুল হক মনোনয়নের চিঠি পেয়েছেন। তাহলে আগামী নির্বাচনে কে থাকছেন- এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জোট থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করব। তিনি প্রত্যাহার করবেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads