• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
শেরপুর-১ আসনে আ.লীগের প্রার্থী বদল দাবিতে অনশন

লোগো আ.লীগ

রাজনীতি

শেরপুর-১ আসনে আ.লীগের প্রার্থী বদল দাবিতে অনশন

ব্রাহ্মণবাড়িয়ায় জামাই ঠেকাতে অবরোধ শ্বশুর-সমর্থকদের

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৮ নভেম্বর ২০১৮

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন আসনে দলীয় মনোনয়নবঞ্চিত নেতাদের কর্মী-সমর্থকরা বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। শেরপুর-১ (সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী হুইপ আতিউর রহমান আতিকের মনোনয়ন বাতিলের দাবিতে গতকাল মঙ্গলবার মাথায় কাফনের কাপড় বেঁধে আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করেছে প্রতিপক্ষ প্রার্থী ও তার নেতাকর্মীরা। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জাতীয় পার্টির দলীয় মনোনয়ন ‘জামাইয়ের’ পরিবর্তে ‘শ্বশুরকে’ দেওয়ার দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে নেতাকর্মী ও সমর্থকরা। কিশোরগঞ্জ-৫ আসনে নৌকার প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে ঢাকায় আওয়ামী লীগ অফিসের সামনে বিক্ষোভ করেছে দলটির কর্মীরা। বিক্ষোভের খবর এসেছে আরো দুটি সংসদীয় আসন থেকে। আমাদের শেরপুর : শেরপুর-১ (সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী হুইপ আতিউর রহমান আতিকের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ ও মাথায় কাফনের কাপড় বেঁধে আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করেছে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ছানোয়ার হোসেন ছানু ও তার সমর্থকরা। গতকাল বিকালে শহরের কলেজ মোড়ে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এ সময় ছানু সমর্থিত আওয়ামী লীগের হাজারো নেতাকর্মী আতিকবিরোধী স্লোগান দিয়ে সারা শহর প্রকম্পিত করে রাখে। সমর্থকদের উদ্দেশে বক্তব্যে ছানু বলেন, শেরপুরের ৩ লাখ ৬০ হাজার ভোটার আতিকের মনোনয়নকে মানেন না। এই মনোনয়নের পরিবর্তন আমরা চাই। যদি তা না হয় তাহলে আমরণ কর্মসূচি অব্যাহত থাকবে।

সূত্র জানায়, এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসার বেশ আগে থেকেই এ আসনে আওয়ামী লীগে চরম কোন্দল চলছে। প্রকাশ্যে অবস্থানসহ পরস্পরের বিরুদ্ধে বিষোদগার করে আসছে দলের বিবদমান দুই অংশ।

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে জাতীয় পার্টির দলীয় মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া। এই আসনেই প্রার্থী ছিলেন তারই শ্বশুর বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। মৃধার মনোনয়ন না মেলায় ক্ষুব্ধ হয়ে তার পাঁচ শতাধিক নেতাকর্মী ও সমর্থক ঢাকা-সিলেট মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে এক ঘণ্টা অবরোধ করে রাখে। এ সময় নেতাকর্মীরা মাথায় কাফনের কাপড় বেঁধে ‘বহিরাগত প্রার্থী ঠেকাও, সরাইল-আশুগঞ্জ বাঁচাও’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে। বেলা ১১টা থেকে মহাসড়কের সরাইল উপজেলার কুট্টা পাড়া মোড়ে এই অবরোধ চলে। দুপুর সোয়া ১২টার দিকে অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা উপস্থিত সকলের প্রতি বক্তব্য দেওয়ার পর অবরোধ তুলে নেওয়া হয়। তবে বিক্ষুব্ধ নেতাকর্মীরা জানায়, অবিলম্বে জামাই রেজাউল ইসলাম ভূঁইয়ার মনোনয়ন প্রত্যাহার করে শ্বশুর জিয়াউল হক মৃধাকে মনোনয়ন দেওয়া না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

ধানমন্ডি : কিশোরগঞ্জ-৫ আসনে নৌকার মনোনীত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে ঢাকায় আওয়ামী লীগ অফিসের সামনে বিক্ষোভ করেছে দুই শতাধিক নেতাকর্মী। তারা ‘আফজাল ছাড়া নৌকা চাই/নিকলী-বাজিতপুরবাসী পরিবর্তন চায়’ স্লোগান দেয়। একপর্যায়ে পুলিশ ব্যানার কেড়ে নিয়ে লাঠিপেটা করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে বর্তমান এমপি আফজাল হোসেনকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। ওই আসনে নৌকার মনোনয়নপ্রত্যাশী আরো কয়েকজন বেশ কিছুদিন ধরেই একাট্টা হয়ে আফজালের বিরুদ্ধে মিছিল-সমাবেশ করে আসছেন নির্বাচনী এলাকায়।

আফজাল হোসেনের মনোনয়ন বাতিল চেয়ে ধানমন্ডিতে বিক্ষোভকারীদের একজন বলেন, আমরা কোনো প্রার্থীর পক্ষে স্লোগান দিচ্ছি না। আমরা প্রার্থীর পরিবর্তন চাই।

ফেনী : ফেনী-১ আসনে মহাজোট থেকে জাসদের প্রার্থী শিরীন আখতারকে মনোনয়ন দেওয়ায় প্রতিবাদে তিন ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে আওয়ামী লীগ নেতার সমর্থকরা। গতকাল বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত ফেনী-পরশুরাম সড়কে টায়ার জ্বালিয়ে যানচলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তারা। ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল আলীম বলেন, ফেনী-১ আসনে মহাজোটের প্রার্থী হিসেবে জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিরীন আখতারের নাম ঘোষণা করলে এই বিক্ষোভ দেখায় তারা।

পরশুরাম পৌরসভার মেয়র ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাজেল চৌধুরী বক্তব্যে বলেন, গত পাঁচ বছর শিরীন আখতার এ আসনে সংসদ সদস্য থাকলেও আওয়ামী লীগ নেতাকর্মীদের কোনো ধরনের সহায়তা করেননি। তাকে এবার মনোনয়ন দিলে সরকারদলীয় নেতারা তাকে কোনো ধরনের সহায়তা করবেন না।

নরসিংদী : নরসিংদী-৪ আসনে মনোনয়ন দাবিতে তিন ঘণ্টা ধরে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে এক আওয়ামী লীগ নেতার সমর্থকরা। গতকাল সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত বেলাবর বারৈচা বাসস্ট্যান্ডে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করে। নরসিংদী জেলা আওয়ামী লীগের বর্তমান উপদেষ্টা সংসদ সদস্য নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে দলীয় মনোনয়ন দেওয়ায় জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা এএইচ অহিদুল হক আসলাম সানীর সমর্থকরা এ বিক্ষোভ দেখায়। তারা এ আসনে আওয়ামী লীগের প্রার্থীর পরিবর্তন চেয়েছে। 

বেলাব উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি শমসের জামান ভূঁইয়া রিটন বলেন, এএইচ অহিদুল হক আসলাম সানী তার কর্মকাণ্ড দিয়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মন জয় করেছেন। কিন্তু এখানে নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads