• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
বাসায় ফিরে বিশ্রামে এরশাদ

হুসেইন মুহম্মদ এরশাদ

সংরক্ষিত ছবি

রাজনীতি

বাসায় ফিরে বিশ্রামে এরশাদ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০২ ডিসেম্বর ২০১৮

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে বারিধারার বাসায় ফিরে বিশ্রামে আছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। গত শুক্রবার রাত ১০টার দিকে তিনি বাসায় ফেরেন। তবে দলীয় কোনো নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করছেন না, বিশ্রামে রয়েছেন।

গতকাল সন্ধ্যায় এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, পার্টির চেয়ারম্যান এখন সুস্থ আছেন।

এদিকে গতকাল শনিবার দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার সাংবাদিকদের জানান, দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বর্তমানে বাসায় অবস্থান করছেন। তিনি সুস্থ আছেন। জাপা মহাসচিব আরো বলেন, নির্বাচনে অংশ নেবেন এরশাদ। আমরা তার মনোনয়নপত্র জমা দিয়েছি। তিনি এখন একজন প্রার্থী।

এর আগে সিএমএইচে এরশাদের ভর্তি নিয়ে নানা রকম গুঞ্জন ওঠে। কেউ বলেন, তিনি আসলে সুস্থ রয়েছেন, মনোনয়নপ্রত্যাশীদের চাপে হাসপাতালে সময়ক্ষেপণ করছেন।

গত ২৭ নভেম্বর জাতীয় পার্টির পক্ষ থেকে এরশাদের অসুস্থতার খবর দেওয়া হয়। বলা হয়, এরশাদ সিএমএইচে ভর্তি আছেন, তার হিমোগ্লোবিন কমে গেছে। চিকিৎসা নিতে ২ ডিসেম্বর তার সিঙ্গারপুর যাওয়ার কথাও বলা হয় দলের পক্ষ থেকে। এর পরদিন রুহুল আমিন হাওলাদার এক সংবাদ সম্মেলনে বলেন, এরশাদের অসুস্থতা ‘তেমন কিছু নয়’। তাকে সিঙ্গাপুর নেওয়ার খবরকে ‘গুজব’ বলেন মহাসচিব।

২০১৪ সালের নির্বাচনের আগেও হঠাৎ এরশাদের নির্বাচন বর্জনের ঘোষণায় অনেকটা ধূম্রজাল তৈরি হয়। তখনো বেশ কয়েকদিন বাসায় আবদ্ধ জীবনযাপন করেন তিনি। একসময় তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। তখন পার্টির পক্ষ থেকে বলা হয়েছিল, তিনি সুস্থ কিন্তু তাকে জোর করে নিয়ে যাওয়া হয়েছে। নির্বাচনের পরে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর দূত হিসেবে শপথ নিয়ে বাসায় ফেরেন।

গণমাধ্যমকর্মীদের প্রতি অনুরোধ : জাতীয় পার্টি এবং পার্টির শীর্ষ নেতাদের হেয়প্রতিপন্ন করতে কিছুসংখ্যক গণমাধ্যম উদ্দেশ্যপ্রণোদিত হয়ে ভুয়া ও তথ্যহীন সংবাদ প্রকাশ করছে বলে অভিযোগ তুলেছে দলটি। এ থেকে বিরত থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছে জাতীয় পার্টি (জাপা)। গতকাল শনিবার দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের সংবাদ প্রকাশের ফলে জাপা নেতাকর্মীদের মধ্যে এক ধরনের ভুল বোঝাবুঝি এবং জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads