• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
পাওনাদারের অনাপত্তি সত্ত্বেও মনোনয়ন বাতিল!

মুক্তিযোদ্ধা সংসদের দুইবারের নির্বাচিত মহাসচিব নঈম জাহাঙ্গীর

ছবি : সংগৃহীত

রাজনীতি

পাওনাদারের অনাপত্তি সত্ত্বেও মনোনয়ন বাতিল!

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৫ ডিসেম্বর ২০১৮

পাওনাদারের দাবি নেই। কিন্তু বেঁকে বসেছেন জেলা রিটার্নিং অফিসার। ঋণখেলাপির দায়ে মনোনয়ন বাতিল করেছেন তিনি। এ চিত্র জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের। 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়াই করতে ওই আসন থেকে জাতীয় ঐক্যফ্রন্ট (গণফোরাম) মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা সংসদের দুইবারের নির্বাচিত মহাসচিব নঈম জাহাঙ্গীর। অবশেষে গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশনে আপিল করেছেন এই প্রার্থী।

নঈম জাহাঙ্গীর গণমাধ্যমে অভিযোগ করেন, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড (বিআইএফসিএল) থেকে কিছু টাকা ঋণ নিয়েছিলেন তিনি। নিয়ম অনুসারে মনোনয়নপত্র জমার একদিন আগেও ঋণের ১০ শতাংশ টাকা পরিশোধ করলে মনোনয়ন বৈধ হওয়ার কথা। কিন্তু তিনি সাত দিন আগেই ১০ শতাংশ টাকা পরিশোধ করেছেন। তার ঋণ রিশিডিউল করা হয়েছে।

সার্কুলার অনুযায়ী সরকারি আর্থিক প্রতিষ্ঠান তাদের পাওনাদারের (প্রার্থী) তালিকা দেবে। সে অনুযায়ী নঈম জাহাঙ্গীর সম্পর্কে বিআইএফসিএলের কাছে মতামত জানতে চান জেলা রিটার্নিং অফিসার। বিআইএফসিএল লিখিত জবাব দেয়, নঈম জাহাঙ্গীরের প্রার্থী হতে তাদের তরফ থেকে কোনো বাধা নেই।

নঈম জাহাঙ্গীরের অভিযোগ, সম্পূর্ণ উদ্দেশ্যমূলকভাবে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। একই প্রতিষ্ঠানের কাছে ঋণখেলাপি এবং আপত্তি থাকার পরও অন্যান্য আসনের প্রার্থীর মনোনয়নপত্র বৈধ করা হয়েছে। উদাহরণ হিসেবে তিনি বিকল্পধারা বাংলাদেশের প্রার্থী মাহী বি. চৌধুরীর কথা উল্লেখ করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads