• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
চোখের পানিকে বারুদে পরিণত করার আহ্বান মান্নার

জাতীয় প্রেস ক্লাবে গতকাল অনুষ্ঠিত এক আলোচনা সভায় গুম হওয়া বাবার স্মৃতিচারণ করতে গিয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়ে এক কিশোরী

ছবি : বাংলাদেশের খবর

রাজনীতি

চোখের পানিকে বারুদে পরিণত করার আহ্বান মান্নার

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৫ ডিসেম্বর ২০১৮

গুম হওয়া ব্যক্তির পরিবারের সদস্যদের চোখের পানিকে বারুদে পরিণত করার আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।  সে সময় তিনি ভোটের লড়াইয়ে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানোর আহ্বানও জানান।

আলোচনা সভায় গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা স্বজন হারানোর কষ্ট ব্যক্ত করেন এবং তাদের ফিরে পাওয়ার দাবি জানান। মান্না সে সময় বলেন, রাক্ষস যেমন মানুষ খেয়ে ফেলে, সেভাবে এই সরকার এবং সরকারের দায়িত্বশীল লোকজন মানুষ খেয়ে ফেলছে। কোনো রকম বিচার পাওয়া যাচ্ছে না। তাই লড়াই এখন একটাই- এদের কবল থেকে মুক্তি চাই, আমরা আমাদের স্বজনদের ফিরে পেতে চাই।

তিনি বলেন, সরকারের কাছ থেকে (গুম হওয়াদের) ফিরে পাবেন না। তারা কথাই শুনতে চাইবে না। তাই চোখের সমস্ত পানিকে বারুদে পরিণত করে শপথ নেন। যেহেতু সামনে নির্বাচন পেয়েছি, এদেরকে নির্বাচনে ফেলে দেব। সরকারে থাকতে দেব না।

সভায় গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বলেছি, প্রতিপক্ষ দমনের নামে যেভাবে একটা রাষ্ট্রকে দৈত্যাকার রাষ্ট্রে পরিণত করছেন, সেটা আপনাকে রক্ষা করবে না। যদি নিজের নিরাপত্তা চান, তাহলে সবার নিরাপত্তা নিশ্চিত করুন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল বলেন, গুম হচ্ছে সবচেয়ে জঘন্য ধরনের অপরাধ। এটা খুনের চেয়েও জঘন্য অপরাধ। সমাবেশে আরো উপস্থিত ছিলেন কমরেড খালেকুজ্জামান ভূঁইয়া, তাবিথ আউয়াল প্রমুখ। গত ৫ বছরে গুম হওয়া পরিবারের সদস্যরা সমাবেশে

উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads