• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
রাজশাহীর সবচেয়ে ধনী এমপি প্রার্থী শাহরিয়ার

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম

সংরক্ষিত ছবি

রাজনীতি

রাজশাহীর সবচেয়ে ধনী এমপি প্রার্থী শাহরিয়ার

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৬ ডিসেম্বর ২০১৮

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবারের নির্বাচনের হলফনামায় তার বার্ষিক আয় যা দেখিয়েছেন তা রাজশাহীর অন্যান্য সংসদ সদস্য ও প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ। রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের এই সংসদ সদস্য এবারের নির্বাচনের হলফনামায় তার বার্ষিক আয় দেখিয়েছেন ৩ কোটি ৪৪ লাখ ৬৫ হাজার ৮০৮ টাকা। তারপরও স্ত্রী আয়েশা আক্তার জাহান ডালিয়ার বার্ষিক আয় শাহরিয়ার আলমের চেয়ে বেশি!

শাহরিয়ার আলম রাজশাহী-৬ আসনে গত দুই মেয়াদে সংসদ সদস্য নির্বাচিত হন। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি একই আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী। সংসদ সদস্য নির্বাচিত হয়েও ব্যবসা চালিয়ে যাচ্ছেন শাহরিয়ার আলম। তার স্ত্রী ডালিয়া রেনেসাঁ গ্রুপের পরিচালক।

দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে তার বার্ষিক আয় ছিল ১ কোটি ১৫ লাখ ১৩ হাজার ১৮০ টাকা। এ ছাড়া নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে ৯৭ লাখ ৭৩ হাজার ৯৪৯ টাকা বার্ষিক আয় দেখান শাহরিয়ার আলম।

এবারের হলফনামায় শাহরিয়ার আলম পেশা হিসেবে ব্যবসাকেই দেখিয়েছেন। তবে ব্যবসা থেকে তার কোনো আয় দেখানো হয়নি। নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি নিজেকে ১৩টি বাণিজ্যিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক, ৫টির চেয়ারম্যান এবং একটির স্বত্বাধিকারী হিসেবে দেখিয়েছিলেন। সেবার চাকরি থেকে ৬৮ লাখ ৪৬ হাজার টাকা এবং ব্যবসা থেকে ৮ লাখ ৯০ হাজার ৪২১ টাকা নিজের আয় দেখিয়েছেন।

           

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads