• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
গোলাম মাওলা রনির মনোনয়নপত্র বৈধ ঘোষণা

গোলাম মাওলা রনি

ফাইল ছবি

রাজনীতি

গোলাম মাওলা রনির মনোনয়নপত্র বৈধ ঘোষণা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৬ ডিসেম্বর ২০১৮

সদ্য বিএনপিতে যোগ দেয়া গোলাম মাওলা রনির মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। ফলে পটুয়াখালি-৩ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে তার নির্বাচন করতে বাধা থাকলো না।

আজ বৃহস্পতিবার সকালে আপিলের শুনানি শেষে কমিশনের ট্রাইব্যুনালে রনির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

উল্লেখ্য, সদ্য বিএনপিতে যোগ দেওয়া গোলাম মাওলা রনি পটুয়াখালী-৩ আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন। তবে তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এ বিষয়ে গোলাম মওলা রনি বলেন, ‘হলফনামা স্বাক্ষর না থাকার কারণে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়। আসলে নির্বাচন কমিশন থেকে যে হলফনামা দেওয়া হয়েছে, সেটাতে আমার স্বাক্ষর ছিল। কিন্তু যেটা নোটারি করা, সেখানে স্বাক্ষর করতে ভুল হয়েছে।’ এই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন এবং আজ তার মনোনয়নপত্র বৈধ ঘোষিত হয়।

আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৮ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ও ২ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র বাছাই। প্রার্থিতা প্রত্যাহার শেষ তারিখ ৯ ডিসেম্বর। আর প্রতীক বরাদ্দ দেয়া হবে ১০ ডিসেম্বর।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads