• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
বিএনপির তোপের মুখে সুলতান মনসুর

ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা সুলতান মোহাম্মদ মনসুর আহমদ

ছবি : বাংলাদেশের খবর

রাজনীতি

পোস্টারে নেই জিয়া পরিবারের ছবি

বিএনপির তোপের মুখে সুলতান মনসুর

  • মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত ১৩ ডিসেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ আসনে ধানের শীষের প্রার্থী ও ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা সুলতান মোহাম্মদ মনসুর আহমদ স্থানীয় বিএনপির তোপের মুখে পড়েছেন। আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক এই এমপি এবার তার নির্বাচনী পোস্টার কিংবা নির্বাচনী কার্যালয়ে জিয়া পরিবারের কোনো সদস্যের ছবি ব্যবহার না করায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি নেতা-কর্মীরা। তবে সুলতান মনসুর বলেছেন, ঐক্যফ্রন্টের নির্দেশনা অনুযায়ীই তিনি এসব করেছেন। 

সুলতান মনসুরের নির্বাচনী প্রচারণায় জিয়া পরিবারের কোনো সদস্যের ছবি ব্যবহার না করার ঘটনার সমালোচনা করে স্থানীয় ছাত্রদল নেতা এ কে এম ফজলুল হক রুবেল বলেন, যারা ধানের শীষ নিয়ে নির্বাচন করবেন, তারা যদি নেত্রীর ছবি পোস্টারে ব্যবহার না করেন, তাহলে আমিব্যক্তিগতভাবে সমর্থন করব না। ছাত্রদলের আরেক নেতা তাহমিদ খান শাওন বলেন, যা হওয়ার হয়ে গেছে, এখন ভুলগুলো শুধরে নেওয়া হোক। নির্বাচনী কার্যালয়ের প্রধান গেট থেকে অবিলম্বে এই ব্যানার সরিয়ে খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সংবলিত ধানের শীষের ব্যানার রাখতে হবে। তা না হলে আমাদের পাবেন না। আপনার বিরুদ্ধে যেতে সময় লাগবে না। 

কালাম রাসেল নামের একজন বলেন, মা খালেদার মুক্তির মিছিলে আজ দেশে জাতীয় ঐক্য গঠন হয়েছে। ঐক্যের নেতা হিসেবে আমরা সুলতান মনসুরকে পেয়েছি। এই পরিবারের একজন সদস্য হিসেবে সামান্য কথা বলতে চাই, আমরা সারা জীবন ধানের শীষে ভোট চাইতে গেছি মানুষের দ্বারে দ্বারে। তখন আমাদের পোস্টার ছিল জিয়া পরিবারের ছবি সংবলিত। কিন্তু এবার তার ব্যতিক্রম হওয়ায় সমস্যায় পড়তে হতে পারে আমাদের। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও সমালোচনার ঝড় উঠেছে। ফেসবুকে সাইফুর রহমান নামের একজন লিখেছেন, ঘরে বসে ভোট দেব ধানের শীষে, সব কর্মকাণ্ড বর্জন করবে জিয়ার সৈনিকরা। পাশে বসে পরিচালনা করছেন দালাল প্রকৃতির কিছু বিএনপি নেতা। তাদের এসব কী চোখে পড়ে না? 

তবে কিবরিয়া চৌধুরী নামের স্থানীয় এক বিএনপি নেতা বলেন, নির্বাচনী ব্যানারে দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়ার ছবি নেই, নেই বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি। কিন্তু সবচেয়ে বেশি দুঃখ লাগে দলের কিছু অতি-উৎসাহী কর্মী ব্যক্তি দলের প্রতীকের প্রচার না করে ব্যক্তির প্রচার শুরু করেছেন। তাদের মনে রাখা উচিত, ব্যক্তি ক্ষণস্থায়ী কিন্তু প্রতীক স্থায়ী। বিষয়টি নিয়ে সুলতান মোহাম্মদ মনসুর আহমদ গণমাধ্যমকে বলেছেন, জাতীয় ঐক্যফ্রন্টের নির্দেশনা অনুযায়ী ব্যানার-পোস্টার সাজানো হয়েছে। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads