• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
জামায়াত এখন বিএনপিতে মিশে একীভূত

ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল

ছবি : সংগৃহীত

রাজনীতি

নওফেল বললেন

জামায়াত এখন বিএনপিতে মিশে একীভূত

  • চট্টগ্রাম ব্যুরো
  • প্রকাশিত ১৩ ডিসেম্বর ২০১৮

চট্টগ্রামে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের সঙ্গে বৈঠক করেছেন ব্রিটিশ হাইকমিশনের পলিটিক্যাল সেক্রেটারি মোহাম্মদ আবু জাকি। গতকাল বুধবার বিকাল পৌনে ৫টার দিকে নগরীর চশমাহিলের বাসভবনে এ সৌজন্য সাক্ষাতে মিলিত হন তারা।

বৈঠক শেষে ব্যারিস্টার নওফেল সাংবাদিকদের জানান, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এ নির্বাচনে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি ও নির্বাচনে দলটি প্রভাব রাখতে পারে কি না সে বিষয়ে তিনি জানতে চেয়েছেন। আমি তাকে বলেছি, জামায়াত এখন বিএনপিতে মিশে একীভূত হয়ে গেছে। সেখান থেকে তারা সংঘাতময় পরিস্থিতি তৈরি করতেও পারে। আবু জাকি আরো জানতে চেয়েছেন, চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী ও নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন কারান্তরীণ রয়েছেন। তার বিষয়ে আমাদের সহানুভূতি আছে কি না।  আমি বলেছি, এটি আইন-আদালতের বিষয়। এখানে আমাদের কোনো বক্তব্য নেই। এছাড়া তিনি চট্টগ্রামে সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে জানতে চেয়েছেন। আমি তাদের বলেছি, চট্টগ্রামে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। চট্টগ্রামে এমন কোনো সংঘাতের আশঙ্কা নেই।

অন্যদিকে গতকাল সন্ধ্যা ৭টায় ব্রিটিশ হাইকমিশনের পলিটিক্যাল সেক্রেটারি মোহাম্মদ আবু জাকির সঙ্গে বৈঠক হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর। আমীর খসরুর মেহেদিবাগের বাসভবনে যান আবু জাকি। বৈঠক শেষে আমীর খসরু জানান, ব্রিটিশ হাইকমিশনের পলিটিক্যাল সেক্রেটারির সঙ্গে নির্বাচনের সার্বিক বিষয়ে তার কথা হয়েছে। এর চেয়ে বেশি কিছু বলতে চাই না। তবে আওয়ামী লীগকে নিশ্চিত করতে হবে তারা দেশে নির্বাচন চায় কি চায় না। হামলা-মামলা-গ্রেফতারের ভেতর কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না। আমীর খসরু অভিযোগ করেন, গতকাল দুপুরে সদরঘাট থানা এলাকায় গণসংযোগ করতে গেলে ছাত্রলীগ, যুবলীগের কর্মীরা লাঠি, হকিস্টিক নিয়ে হামলা চালায় তার সঙ্গে থাকা নেতাকর্মীদের ওপর। অথচ পুলিশ ছিল নীরব। তিনি বলেন, এভাবে নির্বাচন কখনো অর্থবহ হবে না।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads