• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
ইন্টারনেটের গতি কমানো সরকারের মাস্টারপ্ল্যানের অংশ : রিজভী

সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

ছবি : সংগৃহীত

রাজনীতি

ইন্টারনেটের গতি কমানো সরকারের মাস্টারপ্ল্যানের অংশ : রিজভী

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৯ ডিসেম্বর ২০১৮

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ইন্টানেটের গতি কমানো নিয়ে সিইসির চিন্তাভাবনা সরকারের মাস্টারপ্লানের অংশ।

আজ বুধবার বেলা ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী আরো বলেন, তিনি বলেন, সরকার সারা দেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার দেখে পুলিশকে দিয়ে নির্বাচনে কারচুপির নীল-নকশা বাস্তবায়ন করতে মাঠে নেমেছে। পুলিশের সদর দফতরে দিনে রাতে দফায় দফায় বৈঠক চলছে। আমাদের কাছে বিশ্বস্ত সূত্রের মাধ্যমে খবর আছে, নৌকার বিজয় ছিনিয়ে দিতে পারলে পুলিশের এসি, এডিসি, ওসিদের প্রোমোশন এবং নগদ অর্থের প্রলোভন দেয়া হচ্ছে।

ইন্টারনেটের গতি কমানো সম্পর্কে রিজভী বলেন, ইন্টারনেটের গতি কমবে কেন? ইন্টারনেটের গতি তো ফার্স্ট হওয়ার কথা। আপনারা কি দেখেছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ফ্রান্সে নির্বাচনের সময় ইন্টারনেটের গতি কমিয়েছে। নির্বাচন কমিশন গণতন্ত্রকে সঙ্কুচিত করছে নিজেদের স্বাধীনতা খর্ব করে। সিইসির এ চিন্তাভাবনা সরকারের মাস্টারপ্লানের অংশ।

রিজভী বলেন, ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে ভোটদান নিশ্চিত করার জন্য, মানুষের মন থেকে ভয়ভীতি দূর করার জন্য, আশঙ্কা দূরীভূত করার জন্য অবিলম্বে ম্যাজিস্টেসি ক্ষমতা দিয়ে সেনাবাহিনীকে মাঠ পর্যায়ের দায়িত্ব দিন।

তিনি আরো বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পুলিশ বাহিনীকে ৬৩ কোটি ২২ লক্ষ ৮৪ হাজার টাকা, আনসার বাহিনীকে ১৬৩ কোটি ৮১ লাখ টাকা, কোস্টগার্ডকে ১ কোটি ৫৬ লাখ টাকা, বিজিবিকে ৩৩ কোট ২ লাখ এবং র‌্যাবকে ১০ কোটি ২০ লাখ টাকা অগ্রিম বরাদ্দ দেয়া হয়েছে। গুঞ্জন আছে-সেনাবাহিনীর নামে কোনো বরাদ্দ না দিয়ে তাদেরকে ব্যারাকেই রাখা হবে। এটি একটি অশুভ মহাপরিকল্পনার নির্বাচন করারই পূর্বলক্ষণ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads