• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
দেয়ালে বঙ্গবন্ধুর ছবি টানালেই তাকে শ্রদ্ধা জানানো হয় না : ড. কামাল

ড. কামাল হোসেন

সংরক্ষিত ছবি

রাজনীতি

দেয়ালে বঙ্গবন্ধুর ছবি টানালেই তাকে শ্রদ্ধা জানানো হয় না : ড. কামাল

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৯ ডিসেম্বর ২০১৮

গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ড. কামাল হোসেন বলেছেন, দেয়ালে দেয়ালে বঙ্গবন্ধুর ছবি টানালেই তাকে শ্রদ্ধা জানানো হয় না।

বুধবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে ‘মানবধিকার, সুশাসন ও ভোটাধিকার’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এ সময় ড. কামাল বলেন, যারা এখন ক্ষমতায় আ‌ছে তারা সংবিধান প‌রিপ‌ন্থি কাজ করছে। নির্বাচনের অনেক প্রার্থীকে পুলিশ নির্যাতন করছে, আক্রমন করছে। নির্বাচন কমিশন সব কিছু দেখেও ব্যবস্থা নিচ্ছে না। পুলিশকে থামান, সাহস থাকলে আমাকে গ্রেফতার করুন।

নির্বাচনে প্রশাসন সঠিক আচরণ করছে না অভিযোগ করে ড. কামাল বলেন, পুলিশের অপব্যবহার বন্ধ করুন। পুলিশকে থামান। এসময় তিনি বলেন, জনগণের মধ্যে ভোটাধিকারের সঠিক প্রয়োগ নিয়ে সন্দেহ দিন দিন বাড়ছে। সুষ্ঠু নির্বাচনের বিশ্বাস ভেঙে গেছে।

নির্বাচন সামনে রেখে বিরোধী নেতাকর্মীদের ওপর হামলা-মামলা ও গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে ড. কামাল হোসেন বলেন, সাহস থাকলে আমাকে গ্রেফতার করুন। দুর্বল আদালত হলে আইনের শাসন প্রতিষ্ঠা হয় না। মানবাধিকার সুরক্ষিত হয় না। তাই আদালত-বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করাটা জরুরি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads