• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
ঢাকায় আজ ঐক্যফ্রন্টের নির্বাচনী প্রচারণা স্থগিত

ঐক্যফ্রন্টের নেতারা

সংগৃহীত ছবি

রাজনীতি

ঢাকায় আজ ঐক্যফ্রন্টের নির্বাচনী প্রচারণা স্থগিত

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৫ ডিসেম্বর ২০১৮

জাতীয় ঐক্যফ্রন্ট আজ মঙ্গলবার রাজধানী ঢাকায় সব ধরনের নির্বাচনী প্রচারণা স্থগিত করেছে। বিএনপি নেত্রী খালেদা জিয়ার একান্ত সচিব ও ঐক্যফ্রন্ট নেতা এবিএম আবদুস সাত্তারের সই করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

ঐক্যফ্রন্টের পক্ষ থেকে গতকাল সোমবার ঢাকার কোন-কোন আসনে প্রার্থীরা প্রচারণা চালাবেন তা জানানো হয়েছিল। একই দিন রাতে জাতীয় ঐক্যফ্রন্ট চিঠি দিয়ে প্রশাসনকে জানিয়ে দিয়েছে, পুলিশের গ্রেফতার ও আওয়ামী লীগের সন্ত্রাসের প্রতিবাদে ঢাকা মহানগরে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের ২৫ ডিসেম্বরের পথসভার কর্মসূচি স্থগিত করা হয়েছে।

প্রচারণা স্থগিতের এ চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ডিএমপি, পুলিশ হেডকোয়ার্টার্স, বিএনপি চেয়ারপারসনের কার্যালয়, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন ও ঢাকা মহানগরের বিএনপির প্রত্যেকটি কমিটিকে দেওয়া হয়েছে।

এ বিষয়ে জাতীয় ঐক্যফ্রন্টের  নেতা ড. কামাল হোসেন সংবাদ মাধ্যমকে বলেন, রোববার সারা দেশে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী-সমর্থকদের ওপর যেভাবে নির্যাতন করা হয়েছে, হামলা করা হয়েছে, গুলি করা হয়েছে, এর প্রতিবাদে ঢাকায় মঙ্গলবারের প্রচারণা মুলতবি করা হয়েছে। আমাদের প্রচারণা কালকের পর চলবে। নির্বাচনে আমরা বিজয় নিয়েই ঘরে ফিরব।

গত রোববার জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীদের ওপর হামলার অভিযোগ করা হয়েছে। ওই দিন ফ্রন্টের সংবাদ সম্মেলনে হামলার সবিস্তার বিবরণ দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে বলা হয়েছে, সারা দেশে প্রায় ২৫ আসনে মারামারির শিকার হয়েছেন ফ্রন্ট প্রার্থী ও সমর্থকরা।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads