• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
সন্ধ্যায় ঐক্যফ্রন্টের সংবাদ সম্মেলনে ‘সিদ্ধান্ত’

জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন

সংরক্ষিত ছবি

রাজনীতি

সন্ধ্যায় ঐক্যফ্রন্টের সংবাদ সম্মেলনে ‘সিদ্ধান্ত’

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৩০ ডিসেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদের ভোটগ্রহণ নিয়ে রবিবার সন্ধ্যা ৬টায় নিজেদের ‘সিদ্ধান্ত’ জানাবেন বলে জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। জাতীয় ঐক্যফ্রন্টের অস্থায়ী কার্যালয়ের নীচে এ বিষয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

রবিবার দুপুর পৌনে ২টার দিকে মতিঝিল গণফোরামের কার্যালয়ে ড. কামাল বলেন, সারাদেশ থেকে অনিয়ম, ভোট কারচুপি, হামলা ও গ্রেফতারের তথ্য আমরা পেয়েছি। আরো তথ্য সংগ্রহ করছি। এগুলো নিয়ে শীর্ষ নেতারা বৈঠকে বসবো। বৈঠক শেষে সন্ধ্যা ৬টায় সংবাদ সম্মেলন করে ‘সিদ্ধান্ত’ জানানো হবে বলে জানান তিনি।

এর আগে রবিবার সকালে রাজধানীর ভিকারুননিসা স্কুল কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের তিনি বলেন, সারাদেশ থেকে ঐক্যফ্রন্টের প্রার্থীরা ফোন করে জানাচ্ছেন তাদের এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে। অনেক কেন্দ্রে ভোটারদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

তিনি আরো বলেন, আমি কারো মুখে কোনো আনন্দ উল্লাস দেখছি না। মিনিটে মিনিটে চারদিক থেকে ফোন আসছে। দুঃখের সঙ্গে জানাচ্ছি-স্বাধীনতার ৪৭ বছর পরও এমন অবস্থা। আমার আশা ছিল- অন্তত কোনো একটি কেন্দ্র থেকে কেউ বলবে সুন্দর নির্বাচন হয়েছে। কিন্তু সে রকম কোনো খবর আমি পাইনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads