• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
জাপা সরকারে থাকা না থাকার সিদ্ধান্ত আজ

জাতীয় সংসদ

সংরক্ষিত ছবি

রাজনীতি

জাপা সরকারে থাকা না থাকার সিদ্ধান্ত আজ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৩ জানুয়ারি ২০১৯

জাতীয় পার্টি সরকারে না বিরোধী দলে থাকবে, সে বিষয়ে আজ বৃহস্পতিবার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। গতকাল বুধবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে দলের প্রেসিডিয়াম সদস্যদের বৈঠকের পর তিনি এ তথ্য জানান।

রাঙ্গা বলেন, বৃহস্পতিবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এরপর নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে গঠিত দলের পার্লামেন্টারি বোর্ড বৈঠক করে সিদ্ধান্ত নেবে, জাতীয় পার্টি সংসদে কী হিসেবে দায়িত্ব পালন করবে। এ নিয়ে তারা মহাজোটের সঙ্গেও আলোচনা করবেন।

বৈঠকে দলের কো-চেয়ারম্যান জি এম কাদের, কাজী ফিরোজ রশীদ, ফয়সল চিশতী, আবু হোসেন বাবলা, মেজর জেনারেল (অব.) মাসুদ উদ্দিন, সালমা ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন। তবে জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ এবং পরিবেশ ও বনমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বৈঠকে উপস্থিত ছিলেন না। সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২টি আসন পেয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটে থাকা জাতীয় পার্টি। উল্লেখ্য, ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে ৩৪টি আসন নিয়ে বিরোধী দলে ছিল জাতীয় পার্টি। একই সঙ্গে সরকারের মন্ত্রিসভায়ও দলটির সদস্য ছিল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads