• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
আন্দোলন সংহিসতায় গেলে উচিত জবাব দেওয়া হবে : কাদের

মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট পরিদর্শনে ওবায়দুল কাদের

ছবি : বাংলাদেশের খবর

রাজনীতি

আন্দোলন সংহিসতায় পথে গেলে উচিত জবাব দেওয়া হবে : কাদের

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ০৯ জানুয়ারি ২০১৯

বাংলাদেশ আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিরোধী দলের কর্মসূচি, আচরণ এগুলো তাদের নিজস্ব ব্যাপার। নির্বাচন নিয়ে তারা লিগালভাবে যেকোন ধরণের কর্মসূচি দিতে পারে। বলার নেই। আন্দোলন যদি সংহিসতায় পথে যায় তাহলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে ক্যামেলিয়া ফেরিতে যাত্রার আগে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, তারা পেশাজীবীদের সঙ্গে সংলাপ করুক। শেখ হাসিনার সরকার, নতুন মন্ত্রিসভা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মাজারে যাচ্ছি। শ্রদ্ধা জানাবো ও ফুল দিবো। 

আরো বলেন, যারা আন্দোলনে পরাজিত ও নির্বাচনে পরাজিত হয়েছে তাদের নতুন করে বিশ্বাস করার কিছু আছে বলে মনে হয় না। যা বাংলাদেশের জনগণ করে না আমরাও করি না। তারা আন্দোলনে ব্যর্থ হয়েছে এবং ১০ মিনিটেও আন্দোলন করেনি। তারা আবার এখন কি করবে। এখন তারা নির্বাচনেও পরাজিত। আন্দোলনে ব্যর্থ ও নির্বাচনেও ব্যার্থ তারা ভবিষ্যৎ এও সফল হবে না বলে বিশ্বাস করি না। তারা যদি আইনি পথে যায় তাহলে আমলা লিগ্যাল ব্যাটল করবো, যদি রাজনৈতিক আন্দোলনে যায় তাহলে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে।

তারা যদি সহিংসতা ও নাশকতার পথে যায় তাহলে পরিস্থিতি মোকাবেলায় জনগণকে সঙ্গে নিয়ে সমীচীন জবাব দেওয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads