• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
প্রথম দিন থেকেই কাজ করবেন আতিক

আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম

রাজনীতি

প্রথম দিন থেকেই কাজ করবেন আতিক

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১২ ফেব্রুয়ারি ২০১৯

প্রতীক নিয়ে প্রচারণায় নেমেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপনির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। গতকাল সোমবার রাজধানীর উত্তরখান এলাকা থেকে গণসংযোগ শুরু করেছেন তিনি। বেলা ১১টার দিকে তিনি শাহ কবির মাজারে যান। এ সময় আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।

মেয়র পদে মনোনয়ন পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে আতিকুল ইসলাম বলেন, আধুনিক সচল ঢাকা উত্তর সিটি করপোরেশন গড়ে তুলতে কাজ করব। ২৮ তারিখ আমাকে নির্বাচিত করলে আপনাদের ভালোবাসার প্রতিদান দেব। সামনে অনেক চ্যালেঞ্জ। সবাইকে সঙ্গে নিয়ে সেগুলো সমাধানের চেষ্টা করব। দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকেই কাজ শুরু করব। দুর্নীতিমুক্ত ডিএনসিসি গড়ে তুলতে চাই।

ডিএনসিসি এলাকায় খেলার মাঠ তৈরির দিকে বাড়তি নজর দেওয়ার আশ্বাস দিয়ে তিনি বলেন, ডিএনসিসি এলাকায় প্রচুর মাঠ গড়ে তুলব। কারণ মাদকের হাত থেকে বাঁচতে হলে খেলাধুলা করতে হবে। এজন্য মাঠ লাগবে।

বক্তব্য শেষে হজরত শাহ কবিরের মাজার জিয়ারত করেন আওয়ামী লীগ প্রার্থী। পরে স্থানীয় বাসিন্দাদের কাছে ভোট চান তিনি। প্রচারণা শুরুর প্রথম দিন উত্তরা ও মিরপুরের বিভিন্ন এলাকায় পথসভা করেন তিনি।

আগামী ২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে না। আতিকের প্রতিদ্বন্দ্বী রয়েছেন জাতীয় পার্টির শাফিন আহমেদসহ চারজন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads