• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
ঐক্যফ্রন্টের গণশুনানি ‘গণতামাশা’ : কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

সংগৃহীত ছবি

রাজনীতি

ঐক্যফ্রন্টের গণশুনানি ‘গণতামাশা’ : কাদের

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৪ ফেব্রুয়ারি ২০১৯

জাতীয় ঐক্যফ্রন্টের গণশুনানি আয়োজনকে ‘গণতামাশা’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ঐক্যফ্রন্টের গণশুনানির বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, “গণশুনানি নয়, এটা গণতামাশা।

তিনি বলেন, “যেই গণশুনানিতে প্রধান বিচারপতি হিসেবে ড. কামাল হোসেনের নাম আসে, সেটা কি গণশুনানি? সেটা তো গণতামাশা।”

নির্বাচন বাতিল ও পুনরায় ভোট চেয়ে বিএনপির সাত প্রার্থীর হাইকোর্টে মামলার বিষয়ে কাদের বলেন, “যখন নির্বাচনে ব্যর্থ হয়, আন্দোলনেও পরাজিত হয়, তখন তাদের সামনে নালিশ আর মামলা ছাড়া অস্তিত্ব টিকিয়ে রাখার আর কোনো পথ খোলা থাকে না।

তিনি বলেন, এসব করে হতাশ কর্মীদের চাঙ্গা রাখাই হল তাদের উদ্দেশ্য। এছাড়া তো আর কোনো অবলম্বন তাদের নেই। আর কোনো পুঁজিও নেই। এখন মামলা আর নালিশই তাদের সম্বল। মাঝে মাঝে চোখের পানি ঝড়ানো। যখন পারবে না, তখন কান্নাকাটি শুরু করে দিবে। বেগম জিয়া জেলে আছে বলে কান্নাকাটি শুরু করবে।”।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads