• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯

রাজনীতি

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন

আ.লীগের আশা, বিএনপির ধারাবাহিকতা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৩ মার্চ ২০১৯

সুপ্রিম কোর্ট আইনজীবী (বার) সমিতির ২০১৯-২০২০ মেয়াদের নির্বাচনের ভোটগ্রহণ শুরু হচ্ছে আজ বুধবার। নির্বাচনে কোন প্যানেল জয়ী হবে এ নিয়ে আইনজীবীদের মধ্যে নানা কৌতূহল। এই নির্বাচনে নিরঙ্কুশ জয়ের আশা আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের। অপরদিকে ধারাবাহিকতা রক্ষার চেষ্টা বিএনপির।

বরাবরের মতো এবারের নির্বাচনেও আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা) প্যানেল ও বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য (নীল) প্যানেলের মধ্যে আসল লড়াই হবে বলে জানিয়েছেন আইনজীবীরা। নির্বাচন পরিচালনা উপকমিটির আহ্বায়ক এ ওয়াই মসিউজ্জামান বলেছেন, নির্বাচনের সকল প্রস্তুতি শেষ করেছে। সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলবে দুই দিনব্যাপী এ নির্বাচনের ভোটগ্রহণ। মাঝে এক ঘণ্টা বিরতি থাকবে বেলা ১টা থেকে ২টা পর্যন্ত। সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিতে তিনি সব আইনজীবীর সহযোগিতা চেয়েছেন।

সাবেক সাধারণ সম্পাদক ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির বলেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলীয় আইনজীবীদের পরামর্শ দিয়েছেন। এতে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজের মাধ্যমে নিজেদের অনুকূলে ফল আনার আহ্বান জানিয়েছেন। আমরাও আশা করছি, ফল আমাদের পক্ষে আসবে।

সাদা প্যানেলের সম্পাদক প্রার্থী আবদুন নুর দুলাল বলেন, দলের সর্বসম্মত সিদ্ধান্তে প্রার্থী হয়েছি। কোনো বিভেদ নেই। আশা করছি এবারের নির্বাচনে আমরা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচিত হতে পারব।

নীল প্যানেলের সম্পাদক প্রার্থী এএম মাহবুবউদ্দিন খোকন বলেন, কে বিএনপি করে আর কে আওয়ামী লীগ করে, সেটা বিষয় নয়। সুপ্রিম কোর্টের আইনজীবীরা স্বাধীন বিচার বিভাগ এবং গণতন্ত্রে বিশ্বাস করে। গণতন্ত্র ও আইনের শাসনের জন্য আমি আশা করি তারা আমাদের সমর্থন দেবেন। আমরা প্রত্যাশা করছি আগামী দুই দিন ভোট দিয়ে আমাদের পূর্ণাঙ্গ প্যানেলকে বিজয়ী করবে।

নীল প্যানেল থেকে সভাপতি পদে আবু জামিল মোহাম্মদ আলী (এ জে মোহাম্মদ আলী), সম্পাদক পদে এএম মাহবুব উদ্দিন খোকন প্রার্থী হয়েছেন। এ ছাড়া সহসভাপতি পদে মো. আবদুল জাব্বার ভূঁইয়া ও আবদুল বাতেন, কোষাধ্যক্ষ মো. ইমাম হোসেন, সহসম্পাদক মোহাম্মদ মজিবুর রহমান ও শরীফ ইউ আহমেদ (শরীফ উদ্দিন আহমেদ), সদস্য পদে-রাশিদা আলিম ঐশী, মোহাম্মদ ওসমান চৌধুরী, কাজী আকতার হোসেন, মো. শফিউর রহমান, মো. সাইফ উদ্দিন রতন, মো. মোহাদ্দেস-উল-ইসলাম ও সৈয়দা শাহীন আরা লাইলী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সাদা প্যানেল থেকে সভাপদি পদে আবু মোহাম্মদ আমিন উদ্দিন (এএম আমিন উদ্দিন), সম্পাদক পদে মো. আবদুন নুর দুলাল প্রার্থী হয়েছেন। অন্যান্য পদে সহসভাপতি বিভাস চন্দ্র বিশ্বাস ও মো. জসিম উদ্দিন, কোষাধ্যক্ষ-মো. সাইদ আলম টিপু, সহ-সম্পাদক কাজী শামসুল ইসলাম শুভ ও মোহাম্মদ বাকির উদ্দিন ভূঁইয়া, সদস্য-আফিফা আফরোজ রানি, চঞ্চল কুমার বিশ্বাস, হুমায়ুন কবির, মো. শামীম সরকার, মোহাম্মদ আওলাদ হোসেন, মোহাম্মদ মশিউর রহমান, মোহাম্মদ জগলুল কবির প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ড. ইউনুস আলী আকন্দ ও এবিএম ওয়ালিউর রহমান খান। সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আইনজীবী মনির হোসেন। ওয়ালিউর রহমান খান ও মনির হোসেন বিএনপি সমর্থক আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট শাখার নেতা। দলীয় মনোনয়ন না পেয়ে তারা প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads