• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
বিরোধীদলীয় উপনেতার দায়িত্ব পেলেন রওশন এরশাদ

ছবি : সংগৃহীত

রাজনীতি

বিরোধীদলীয় উপনেতার দায়িত্ব পেলেন রওশন এরশাদ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৩ মার্চ ২০১৯

এবার জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতার পদ থেকে গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরকে অপসারণ করলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তার জায়গায় বিরোধী দলের উপনেতা হিসেবে রওশন এরশাদকে দায়িত্ব দেওয়া হয়েছে।

আজ শনিবার জাতীয় সংসদের স্পিকারকে লেখা এক চিঠিতে এ কথা জানান এরশাদ।

সাংগঠনিক নির্দেশে বলা হয়েছে, জাতীয় পার্টির চেয়ারম্যান, প্রধান বিরোধী দলীয় নেতা এবং পার্লামেন্টারি পার্টির চেয়ারম্যান হিসেবে আমি প্রধান বিরোধী দলের উপনেতার পদ থেকে গোলাম মোহাম্মদ কাদেরকে অপসারণ করছি। এখন প্রধান বিরোধী দলের উপনেতার পদে বেগম রওশন এরশাদকে মনোনীত করা হলো।

পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণে সংসদের স্পিকারের সমীপে প্রস্তাব পেশ করা হলো।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads