• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
কাল হাসপাতাল ছাড়তে পারেন কাদের

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

ছবি : সংগৃহীত

রাজনীতি

কাল হাসপাতাল ছাড়তে পারেন কাদের

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৪ এপ্রিল ২০১৯

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথে চিকিৎসাধীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে। আজ ফাইনাল পর্যবেক্ষণের পর যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আগামীকাল শুক্রবার হাসপাতালের ছাড়পত্র পেতে পারেন তিনি। তবে সহসাই তিনি দেশে ফিরছেন না। হাসপাতাল থেকে তাকে নেওয়া হবে একটি ভাড়া বাসায়। সেখানে টানা এক মাস তার চিকিৎসা চলবে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য কর্মকর্তা আবু নাছের গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা আগের থেকে অনেক ভালো। তাকে কেবিনে নেওয়া হয়েছে। সবার সঙ্গেই তিনি স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন। শরীরের উন্নতির ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে তাহলে বৃহস্পতিবার ফাইনাল পর্যবেক্ষণ করবেন তার চিকিৎসকরা। এরপর সবকিছু ঠিকঠাক থাকলে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া যেতে পারে বলে আমাদের জানানো হয়েছে।

গত ৩ মার্চ ভোরে নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। সেখানে দ্রুত এনজিওগ্রাম করা হলে তার হূৎপিণ্ডের রক্তনালিতে তিনটি বড় ব্লক ধরা পড়ে। এর মধ্যে একটি ব্লক স্টেন্টিংয়ের (রিং পরানো) মাধ্যমে দ্রুত অপসারণ করেন চিকিৎসকরা। তাকে দেখতে দ্রুত হাসপাতালে ছুটে যান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ডেকে পাঠানোয় পরের দিন ঢাকায় উড়ে আসেন ভারতের প্রখ্যাত চিকিৎসক দেবী শেঠী। পরে মেডিকেল বোর্ড গঠন করে আলাপ আলোচনা করে ওবায়দুল কাদেরকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মতো গত ৪ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে গত ২০ মার্চ মন্ত্রীর বাইপাস সার্জারি হয়। সার্জারি করেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সিনিয়র সদস্য কার্ডিওথোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামি। এই চিকিৎসা বোর্ডের নেতৃত্বে রয়েছেন ডা. ফিলিপ কোহে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads