• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
অপরাজনীতি ঠাঁই পাবে না

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

ছবি : সংগৃহীত

রাজনীতি

অপরাজনীতি ঠাঁই পাবে না

  • খুলনা ব্যুরো
  • প্রকাশিত ০৫ এপ্রিল ২০১৯

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বর্তমান সরকার উচ্চশিক্ষাসহ শিক্ষার সব স্তরে গুণগত মান অর্জনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। একই সঙ্গে কর্মমুখী শিক্ষার প্রসার এবং বিশ্ববিদ্যালয়গুলোয় গবেষণা ও উদ্ভাবনে জোর দেওয়া হচ্ছে, যাতে করে বিশ্বপ্রতিযোগিতায় আমরা টিকে থাকতে পারি।

তিনি গতকাল বৃহস্পতিবার খুলনা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত শিক্ষামেলা-২০১৯ উদ্বোধন উপলক্ষে অনু্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। তিনি শিক্ষামেলার মাধ্যমে স্ব স্ব প্রতিষ্ঠানের গবেষণা উদ্ভাবনা প্রদর্শন শিক্ষার্থীসহ সর্বসাধারণের জানার সুযোগ হবে বলে অভিমত ব্যক্ত করেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত এ স্বাধীন দেশে জঙ্গিবাদ ও অপরাজনীতি ঠাঁই পাবে না।

ডা. দীপু মনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় দেশের এবং বিশেষ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ, প্রতিবেশ, টেকসই উন্নয়ন, আর্থসামাজিক, নগর ও গ্রামভিত্তিক গবেষণা, বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক গবেষণা, সামাজিক-সাংস্কৃতিক, ইতিহাস-ঐতিহ্যভিত্তিক গবেষণা এবং চারু ও কারুকলার ওপরও গবেষণা পরিচালিত করছে। যার ইতিবাচক প্রভাব এতদাঞ্চলের নগর থেকে গ্রামের সামাজিক ও আর্থিক উন্নয়নে বিশেষভাবে প্রভাব রাখছে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সোহরাব হোসাইন ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ। স্বাগত বক্তব্য দেন মেলা আয়োজক কমিটির সভাপতি প্রফেসর ড. মো. মনিরুল ইসলাম। আরো বক্তব্য দেন খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. সারওয়ার জাহান।

এ সময় মঞ্চে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক উপস্থিত ছিলেন। মেলায় খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের চতুর্থ বর্ষ, মাস্টার্স ও পিএইচডি’র শিক্ষার্থীরা তাদের গবেষণার বিষয়বস্তু ৩০টি স্টলে প্রদর্শন করছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads